স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এর তরফে প্রকাশ পেল প্রবেশনারি অফিসার (পিও) মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড। সম্প্রতি এসবিআই পিও প্রিলিমস পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। এই প্রিলিমিনারি পর্বে উত্তীর্ণ প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন মেন পরীক্ষায়। এসবিআইয়ের প্রবেশনারি অফিসার পদের মেন পরীক্ষাটি আয়োজিত হবে আগামী ৩০শে জানুয়ারি নাগাদ। পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে মেন পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট (sbi.co.in) এ যেতে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?
১) এসবিআই পিও মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পরীক্ষার্থীদের প্রথমে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট (sbi.co.in) এ যেতে হবে।
২) এরপর ‘ক্যারিয়ার’ বিভাগে যেতে হবে।
৩) এরপর অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৪) এরপর রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর ও জন্মতারিখ দিতে হবে পরীক্ষার্থীদের।
৫) এবার স্ক্রিনে অ্যাডমিটটি দেখতে পাবেন। এরপর অ্যাডমিটটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।
চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের উপকূলীয় রক্ষক বাহিনীতে কর্মী নিয়োগ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৬৭৩টি শূন্যপদে প্রবেশনারি অফিসার পদে প্রার্থী নিয়োগ করবে। সেইমতো প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা ও ইন্টারভিউ এই তিনটি পর্বে বাছাই করা হবে প্রার্থীদের। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৩০শে জানুয়ারি মেন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষাটি নেওয়া হবে অনলাইনে। পরীক্ষায় রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড, ডেটা অ্যানালাইসিস ও ইন্টারপ্রিটেশন, ইংরেজি ভাষা ও সাধারণ/অর্থনীতি/ব্যাঙ্কিং বিষয়ক জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। মোট দুটি ভাগে ২০০ নম্বরের অবজেকটিভধর্মী ও ৫০ নম্বরের রচনাধর্মী প্রশ্ন থাকবে। সম্প্রতি এসবিআইয়ের মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ পেয়েছে। পরীক্ষার দিন অবশ্যই পরীক্ষার্থীদের এই অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে। মেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।