স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর তরফে প্রকাশ পেল সার্কেল বেসড অফিসার (সিবিও) পদের পরীক্ষার ফলাফল। সোমবার এই ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট (sbi.co.in) এ গিয়ে ফলাফল দেখে আসতে পারেন।
পরীক্ষার ফলাফল দেখবেন কিভাবে?
১) এসবিআই সিবিও পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ফলাফল দেখার জন্য প্রথমে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট (sbi.co.in) এ যেতে হবে।
২) এরপর ‘কেরিয়ার’ বিভাগে যেতে হবে পরীক্ষার্থীদের।
৩) এবার সিবিও পদের পরীক্ষার রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) সেখান থেকে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৫) এরপর পরীক্ষার্থীরা চাইলে রেজাল্টের পিডিএফটিকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কোল্ড ফিল্ডস লিমিটেডে কর্মী নিয়োগ
প্রসঙ্গত, এসবিআইয়ের সার্কেল বেসড অফিসার পদের পরীক্ষাটি হয়েছিল গত বছরের ৪ই ডিসেম্বর নাগাদ। অনলাইন মাধ্যমে নেওয়া হয়েছিল পরীক্ষাটি। সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রচুর সংখ্যক পরীক্ষার্থী। এসবিআই জানিয়েছিল, মোট ১৪২২টি শূন্যপদে সার্কেল বেসড অফিসার পদে নিয়োগ করা হবে। আর এই নিয়োগ হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। ইতিমধ্যে অনলাইন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এরপর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে বলে জানা যাচ্ছে।