স্কলারশিপ 2024

SBI: দারুণ স্কলারশিপের সুযোগ দিচ্ছে State Bank of India

Advertisement

State Bank of India (SBI) ইয়ুথ ফর ইন্ডিয়া ফেলোশিপ ২০২৩ – ২৪ বর্ষে ছাত্রছাত্রীদের দিচ্ছে সুবর্ণ সুযোগ। ভারতবর্ষের কৃতি যুবক – যুবতীদের এই ফেলোশিপ প্রদান করা হচ্ছে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে গিয়ে তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য। দেশের পিছিয়ে পড়া অনগ্রসর জনজাতিকে সমাজের মূল ধারায় দ্রুততার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে প্রতি বছর State Bank of India (SBI) এই ফেলোশিপ প্রদান করে থাকে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করবেন এই ফেলোশিপের জন্য।

State Bank of India Scholarship 2023 -24

যোগ্যতা- আসুন প্রথমেই দেখে নেওয়া যাক কোন যোগ্যতায় কি কি ক্রাইটেরিয়া পূরণ করলে যে কেউ আবেদন করতে পারবে। State Bank of India (SBI) -এর তরফে বলা হয়েছে ভারতবর্ষ অথবা বিদেশে বসবাসরত যেকোনো ভারতীয় নাগরিক এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে। সেইসঙ্গে আবেদনকারী কে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে।

আরও পড়ুনঃ বিদ্যুৎ দপ্তরে মাধ্যমিক পাশে চাকরির সুবর্ণ সুযোগ

ফেলোশিপ পুরস্কার- এবছর এই ফেলোশিপ বিজেতাকে নগদ ৬০ হাজার টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক এবং যোগ্যপ্রার্থীরা বাড়িতে বসেই আবেদন করতে পারেন। আবেদন করার জন্য আপনাকে State Bank of India (SBI) প্রদত্ত নির্দিষ্ট ওয়েবসাইটের URL লিংকে গিয়ে সংশ্লিষ্ট নথিপত্র সহ স্টেপ বাই স্টেপ আবেদনের ফর্ম ফিলআপ করতে হবে।

চাকরির খবরঃ শুরু হল রাজ্যের প্রতিটি জেলায় যোগা শিক্ষক পদে নিয়োগ

আবেদনের সময়সীমা- উক্ত ফেলোশিপের জন্য সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এই আবেদন চলবে আগামী ৩০ শে এপ্রিল ২০২৩ পর্যন্ত।

আবেদনযোগ্য ইচ্ছুক প্রার্থীদের জন্য নিচে রইলো আবেদন করার লিংক। লিংকে ক্লিক করে আবেদন করুন এবং জিতে নিন State Bank of India (SBI) Fellowship 2023 – 24।

State Bank of India (SBI) Fellowship 2023 -24

State Bank of India (SBI) Fellowship 2023 -24: Apply Now

Related Articles