দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকার। রাজ্যে বন্যা পরিস্থিতির নিয়ন্ত্রণে আগের থেকেই বাঁধ ও খাল সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে সেচ দফতরের উদ্দেশ্যে এই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার দুর্যোগ ব্যবস্থাপনায় বিদ্যালয়গুলির ভূমিকা প্রসঙ্গে বিশেষ নির্দেশ পাঠালো রাজ্য স্কুল শিক্ষা দফতর।
শনিবার স্কুল শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে প্রত্যেকটি জেলার জেলাশাসকদের উদ্দেশ্যে। মূলত দুর্যোগ পরিস্থিতিতে আশ্রয় শিবির হিসেবে স্কুলগুলিকে যাতে প্রস্তুত করা যায়, তার জন্য এই নির্দেশিকা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকায় স্কুল শিক্ষা দফতরের কমিশনার জানিয়েছেন, দুর্যোগ ও বন্যার কথা চিন্তা করে রাজ্যের বিদ্যালয়গুলিকে আশ্রয় শিবির হিসেবে প্রস্তুত করার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আরও পড়ুনঃ বাড়লো পলিটেকনিক পরীক্ষার আবেদনের সময়সীমা
প্রসঙ্গত, সাইক্লোন, বন্যা ও প্রাকৃতিক ধসের মতো বিপর্যয় মোকাবিলায় মঙ্গলবার প্রস্তুতি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ডিভিসি, আলিপুর আবহাওয়া অফিস, কেন্দ্রীয় জল কমিশন, কলকাতা বন্দর, সেনা, সংশ্লিষ্ট কেন্দ্রীয় প্রতিষ্ঠান, ও রাজ্য সরকারের দফতরগুলিকে। দুর্যোগের পূর্বাভাস, ত্রাণ ও পুনর্গঠন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। পাশাপাশি আলোচনা হবে আরও বেশ কিছু বিষয়ে।