রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। নবম-দ্বাদশ শ্রেণীর স্কুল শিক্ষক নিয়োগে এবার তৎপর হল রাজ্য। SLST চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ জমছে অনেকদিন ধরেই। একে তো পরীক্ষা না হওয়া আর পরীক্ষায় পাশ করার পরও নিয়োগ না পাওয়া, দুয়ের কারণেই বারবার আন্দোলন, ধর্ণায় নেমেছেন চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা। তবে এবার জট কাটিয়ে নয়া কর্মসূচি গ্রহণের পথে স্কুল সার্ভিস কমিশন।
সূত্রের খবর, এসএসসির মাধ্যমে রাজ্যে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে নভেম্বর মাসে। তবে তার আগে মন্ত্রীসভার বৈঠকে পরীক্ষা পদ্ধতি, নম্বর বিভাজন, সিলেবাস-সহ ইত্যাদি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত গৃহীত হলে রাজ্যপাল সেই নির্দেশে সই করবেন। তারপর পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে পরীক্ষার্থীদের জন্য। তবে, এবারের পরীক্ষায় একটি বড় বদল আসতে চলেছে বলে জানা যাচ্ছে। এতদিন যোগ্যতার কারণে একটি নম্বর বিভাজন রাখা হত। অর্থাৎ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও বি.এড কোর্সের জন্য বিভাজন থাকতো। তবে এবার থেকে নিয়োগের জন্য কোনো ক্ষেত্রেই অ্যাকাডেমিক স্কোর থাকছে না।
আরও পড়ুনঃ অক্টোবর মাসে যেসব চাকরির আবেদন চলছে
সূত্রের খবর, চলতি সপ্তাহে মন্ত্রীসভার বৈঠকে যদি সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তবে পুজোর আগেই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। সেক্ষেত্রে নভেম্বরে আবেদন গ্রহণ সেরে ফেব্রুয়ারি-মার্চে পরীক্ষা নিতে পারে কমিশন। তা না হলে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা নভেম্বর মাসের দিকেই। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে মেন পরীক্ষায় বসতে দেওয়া হবে। দুই পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ ধরণের। মেন পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ রাউন্ড। এখানে পড়ানোর দক্ষতাও বিচার করা হবে। সবশেষে মেধাতালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা নিয়োগ পাবেন নির্ধারিত শূন্যপদে।