অক্টোবর পড়তেই শুরু হয়েছে পুজোর কাউন্ট ডাউন। আর দিন কয়েক পরেই আরম্ভ হবে দূর্গোৎসব। আট থেকে আশি মেতে উঠবেন উৎসবের খুশিতে। সারা বছর ধরেই পুজোর ছুটির অপেক্ষায় থাকেন রাজ্যের স্কুল পড়ুয়ারা। একটানা বেশ কয়েকদিনের ছুটির অপেক্ষায় চলে দিন গোনা। দূর্গাপুজো থেকে শুরু করে এই ছুটির রেশ চলে দীপাবলি পর্যন্ত। এদিকে চলতি বছরে ইতোমধ্যে প্রচুর ছুটি পেয়েছেন স্কুল পড়ুয়ারা। তার জেরে পিছিয়ে পড়েছে সিলেবাস। তাই সিলেবাস শেষের তাগিদে এ বছর পুজোর ছুটিতে কয়েক দিন স্কুল খোলার দাবি জানাচ্ছেন কিছু স্কুলের প্রধান শিক্ষকেরা। আর সেই কারণে মধ্যশিক্ষা পর্ষদের কাছে জমা করা হচ্ছে প্রস্তাব।
চলতি বছরে অত্যাধিক গরম ইত্যাদির কারণে একটানা ছুটি চলে রাজ্যের স্কুল-কলেজে। ফলে প্রথম থেকেই সিলেবাস শেষে টালমাটাল পরিস্থিতি শিক্ষক-শিক্ষিকাদের। ইতোমধ্যে দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়ে খাতা দেখানো হয়েছে। পুজোর ছুটি কাটলেই ফাইনাল এক্সাম। অধিকাংশ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কথায়, সিলেবাসের অনেকটা অংশ এখনও বাকি। এই অতি অল্প কয়েকদিনের মধ্যে তা শেষ করাও কার্যত অসম্ভব। অক্টোবর থেকে পুজোর ছুটি গড়াবে নভেম্বর পর্যন্ত। আর তার পরেই ফাইনাল পরীক্ষা। তাই ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আশঙ্কিত শিক্ষক-শিক্ষিকারা। বেশ কিছু স্কুলের শিক্ষকেরা বলছেন, পুজোর ছুটিতে অর্থাৎ লক্ষ্মীপুজো ও কালীপুজোর মাঝে ছয়-সাত দিনের জন্য স্কুল খোলা রাখলে ভালো হয়। কিন্তু তার জন্য প্রয়োজন মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি।
আরও পড়ুনঃ বদলে যাচ্ছে মাধ্যমিকের প্রশ্নপত্র, নয়া বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ
এদিকে পর্ষদের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বেশ কিছু স্কুলের তরফে আসা এহেন প্রস্তাব খতিয়ে দেখছেন পর্ষদ কর্তারা। তাঁরা স্বীকার করছেন যে, পুজোর ছুটির মাঝে অল্প কয়েকদিনের জন্য ক্লাস হলে তাতে আখেরে লাভ হবে পড়ুয়াদের। তাই ছুটির মাঝে ক্লাস হবে নাকি, তা নিয়ে ভাবনাচিন্তা করছে পর্ষদ। আশা করা যাচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত হলেই বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে পুজোর ছুটি চলাকালীন স্কুলমুখী হতে হবে রাজ্যের স্কুল পড়ুয়াদের।