ভারতীয় সিকিউরিটি এবং এক্সচেঞ্জ বোর্ড (SEBI) দপ্তরে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। SEBI Officer Recruitment 2022.
পদের নাম- অফিসার গ্রেড এ (জেনারেল)
শূন্যপদ- ৮০ টি।(UR- ৩২,OBC- ২২,SC- ১১,ST- ৭,EWS- ৮)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় স্নাতকোত্তর, আইন বিষয়ে স্নাতক, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইন্জিনিয়ারিং এ স্নাতক।
পদের নাম- অফিসার গ্রেডএ (লিগেল)
শূন্যপদ- ১১ টি। ((UR- ১১,OBC- ২,SC- ১,ST- ৭,EWS- ১)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে স্নাতক।
পদের নাম- অফিসার গ্রেড এ (ইনফরমেশন টেকনোলজি)
শূন্যপদ- ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা- ইঞ্জিনিয়ারিং এ স্নাতক অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক অথবা যেকোনো শাখায় স্নাতক।
পদের নাম- অফিসার গ্রেড এ (রিসার্চ)
শূন্যপদ- মোট ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিকস/ ইকোনমিক্স/ কমার্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এ স্নাতকোত্তর করে থাকতে হবে।
পদের নাম- অফিসার গ্রেড এ(অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ)
শূন্যপদ- মোট ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে হিন্দি সঙ্গে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর করে থাকতে হবে অথবা সংস্কৃত/ ইংরেজি/ ইকোনমিক্স/ কমার্স সঙ্গে হিন্দি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি করে থাকতে হবে।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। ibpsonline ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৪ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।
আবেদন ফি- UR/ OBC/ EWS এই প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ১০০০ টাকা ধার্য করা হয়েছে এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে।
Official Notice: Click Here
Apply Now: Click Here
Daily Job Update: Click Here