রাজ্যে শিলিগুড়ি কলেজে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No-
পদের নাম- Teacher
মোট শূন্যপদ- ৯ টি।
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো হলো- Sociology, Sanskrit, Education, English, Hindi, Physiology, Microbiology, Mas Communication & Journalism, Bengali
শিক্ষাগত যোগ্যতা- As per UGC Norms
চাকরির খবরঃ রাজ্যে জুট বোর্ডে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটোকপি সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
চাকরির খবরঃ NLC India -তে বিনামূল্যে প্রশিক্ষণ
ইন্টারভিউ স্থান- Chember of the Principal, Siliguri College
ইন্টারভিউ তারিখ- ৩০ জানুয়ারি, ২০২৩ (১ নং পদ থেকে ৫ নং পদ পর্যন্ত) ও ২ ফেব্রুয়ারি, ২০২৩ (৫ নং পদ থেকে ৯ নং পদ পর্যন্ত)। (Reporting Time- 11:00 AM)
Official Notification: Download Now
Official Website: Click Here