চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

পৌরসভায় গ্রূপ-ডি কর্মী নিয়োগ, এইট পাশে আবেদন করুন

রাজ্যের পৌরসভায় গ্রূপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীর আবেদন করতে পারবেন। নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। আবেদনে আগ্রহীদের জন্য রইলো বিস্তারিত আবেদন পদ্ধতি।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে জিডিএস নিয়োগ

পদের নাম- ড্রাইভার (Group- D)।
মোট শূন্যপদ- ১৬ টি।
বয়স- ০১/০১/২০২১ তারিখের মধ্যে প্রার্থীর বয়স অন্তত ২০ বছর হতে হবে।

আরও পড়ুন: ২৫ হাজার কনস্টেবল নিয়োগ চলছে

শিক্ষাগত যোগ্যতা- অন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং ভারী গাড়ি চালানোর ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

[quads id=10]

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। বায়ো ডাটা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একটি মুখ বন্ধ খামে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের Establishment Section -এ। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ০৫/০৮/২০২১ তারিখে বিকাল সাড়ে ৪ টা।

আরও পড়ুন: জেলা স্বাস্থ্য দপ্তরে গ্রূপ-সি কর্মী নিয়োগ

Official Notice: Download Now
Official Website: Click Here

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ