রাজ্যের পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবল মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য। কেবল মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। West Bengal Municipality Health Worker Recruitment 2021
পদের নাম- হেলথ ওয়ার্কার (HHW)
শূন্যপদ- মোট ৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। আবেদনকারীকে অবশ্যই বিবাহিতা/ বিধবা বা বিবাহ বিচ্ছিন্না হতে হবে। অর্থাৎ অবিবাহিতা মহিলারা এই পদে আবেদন করতে পারবেন না।
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে এবং SC/ ST/ OBC/ PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে ৪,৫০০/- টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ক্লার্ক ও গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.siligurismc.in এই ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন এবং পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অফিসে গিয়ে সরাসরি জমা দিতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে আসা কোনো আবেদনপত্র গ্রাহ্য করা হবে না। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ৩ নভেম্বর, ২০২১।
আবেদনপত্র জমা দেওয়ার স্থানঃ To the Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri- 734001
নিয়োগের স্থান- শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। আবেদনকারীকে সংশ্লিষ্ট মিউনিসিপালিটি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
চাকরির খবরঃ হাওড়া ও শিয়ালদহ রেল ডিভিশনে নিয়োগ
আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলি হলো-
১) বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)
২) আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড
৩) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট
৪) জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে)
৫) ম্যারেজ সার্টিফিকেট/ বা আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড যেখানে আবেদনকারীর স্বামীর নাম উল্লেখ আছে।
৬) স্বামীর মৃত্যু শংসাপত্র (প্রযোজ্য হলে)
৭) বিবাহ বিচ্ছিন্ন শংসাপত্র (প্রযোজ্য হলে)
উপরোক্ত ডকুমেন্টসগুলির Self Attested করা জেরক্স কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
চাকরির খবরঃ স্কিল ইন্ডিয়া প্রশিক্ষণে আবেদন করুন
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here