চাকরির খবর

রাজারহাটে তৈরি হবে ‘স্কিল ডেভেলপমেন্ট সিটি’! বিরাট সিদ্ধান্ত বর্তমান সরকারের

Advertisement

রাজারহাটে তৈরি হবে নতুন প্রশিক্ষণ শহর তথা নয়া ‘স্কিল ডেভেলপমেন্ট সিটি’। সম্প্রতি এহেন ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রজেক্টের জন্য জমি বরাদ্দ হয়েছে বলে খবর।মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। সাথে শিলমোহর পড়েছে সিদ্ধান্তে। এর ফলে রাজ্যের প্রচুর প্রার্থীরা হাতে কলমে কাজ শিখতে পারবে। যার দরুণ উপকৃত হবেন তাঁরা।

মঙ্গলবার ছিল রাজ্য মন্ত্রীসভার বৈঠক। এই বৈঠকে নতুন ‘স্কিল ডেভেলপমেন্ট সিটি’ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভবিষ্যতে এই প্রশিক্ষণ শহরটি গড়ে উঠলে সেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলি কাজ শেখানোর পাশাপাশি সেখান থেকে নিজেদের পছন্দমতো কর্মীদের নিয়োগ করতে পারবে। সূত্রের খবর, পরিষদীয় মন্ত্রী শোভনদেব বন্দ্যোপাধ্যায় জানান, এই প্রজেক্টের জন্য রাজারহাটে বরাদ্দ হয়েছে প্রায় ৭২.৩৩ একর জমি।

আরও পড়ুনঃ অনুমতি সত্ত্বেও শূন্যপদগুলিতে হচ্ছে না নিয়োগ

সূত্রের খবর, রাজারহাটে এই প্রজেক্টটির জন্য যে জমি রাখা হয়েছে, সেখান থেকে নামজাদা প্রতিষ্ঠানগুলিকে জমি দেওয়া হবে। আগামী কিছু দিনের মধ্যেই প্রজেক্টের কাজ শুরু হবে বলে খবর। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এই প্রজেক্টের ভাবনা চিন্তা চলছিল। আর এবার তার বাস্তব রূপায়নের পথে সরকার।

স্কিল ডেভেলপমেন্ট সিটি

Related Articles