ভারত সরকারের স্কিল ইন্ডিয়া (Skill India) স্কিমের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু বিনামূল্যে প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। আর সেই প্রশিক্ষণ যদি ভারতীয় রেলের তরফে দেওয়া হয় তাহলে এই প্রশিক্ষণের থেকে ভালো কিছু হতে পারে না। ভারতীয় রেল বিশ্বের সর্ববৃহৎ রেল পরিষেবা। ভারতের পরিবহন ক্ষেত্রে রেলের একটি অভূতপূর্ব অবদান আছে। বৃহৎ একটি ক্ষেত্র হওয়ার কারণে এখানে কর্মসংস্থানের সুযোগ থাকে প্রায়শই। তাই এই ধরনের প্রশিক্ষণ যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে ভারতীয় রেলে চাকরিতে আপনি অগ্রাধিকার পাবেন। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাসিক ভাতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য থাকল আজকের এই প্রতিবেদনে।
স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ৫ হাজার শূন্যপদে প্রশিক্ষণের সুযোগ
Employment No.— RRC/WR/03/2024
প্রশিক্ষণের নাম— অ্যাপ্রেন্টিসশিপ (Apprenticeship)
মোট শূন্যপদ— ৫০৬৬ টি। (UR- ২০৪৫ টি, SC- ৭৫১ টি, ST- ৩৭৯ টি, OBC- ১৩৭২ টি, EWS- ১৫৯ টি)
শিক্ষাগত যোগ্যতা— আবেদনে আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে NCVT অথবা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে। অর্থাৎ আবেদনকারী যে ট্রেডে প্রশিক্ষণের জন্য আবেদন করবেন ঠিক সেই ট্রেডের ওপর ITI কোর্স পাশ করে থাকতে হবে।
চাকরির খবরঃ ভারতীয় রেলের টিকিট ক্লার্ক, টাইপিস্ট এবং স্টেশন মাস্টার পদে নিয়োগের আবেদন চলছে
বয়সসীমা— এই প্রশিক্ষণে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। বয়সের হিসাব করবেন ২২ অক্টোবর, ২০২৪ তারিখের হিসাব অনুযায়ী। তপশিলি শ্রেণীভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছর এবং ওবিসি আবেদনকারীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ৩ বছর বয়সের ছাড় থাকবে। এছাড়াও শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০ বছর বয়সের ছাড় থাকবে।
প্রশিক্ষণের সময়সীমা— মোট ১ বছরের জন্য প্রত্যেক প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন পারফর্মেন্সের ভিত্তিতে স্থায়ী নিয়োগ পেতে পারেন প্রার্থীরা।
স্টাইপেন্ড— প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে, যা ভবিষ্যতে রেলওয়েতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি— প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটটিতে ভিজিট করে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে। এরপর www.rrc-wr.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা। যাদের আগে থেকেই রেজিস্ট্রেশান করা আছে তারা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন করার সময় বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিক পরিচয়পত্র ইত্যাদি প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি— তাপশীলি জাতি, প্রতিবন্ধী এবং মহিলা ছাড়া অন্যান্যদের এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট অথবা ডেবিট কার্ড, ইউপিআই ইত্যাদির মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
নিয়োগ পদ্ধতি— এই প্রশিক্ষণে সুযোগ পাওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার লিখিত অথবা মৌখিক পরীক্ষা দিতে হবে না। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং আইটিআই কোর্সে প্রাপ্ত গ্রেডের উপর ভিত্তি করে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রার্থীরা এখানে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
নিয়োগের স্থান— প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় রেলের ওয়েস্টার্ন ডিভিশনের বিভিন্ন শাখায় এই নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ আনন্দধারা প্রকল্পে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ
প্রয়োজনীয় ডকুমেন্টস— মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট, আইটিআই প্রশিক্ষণ সার্টিফিকেট, প্রতিবন্ধী অথবা জাতি শংসাপত্র (যদি উপলব্ধ থাকে), ন্যাশানাল ট্রেড সার্টিফিকেট ইত্যাদি।
আবেদনের শেষ তারিখ— আগামী ২২ অক্টোবর, ২০২৪ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত প্রার্থীরা নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন।
Official Notification: Download Now
Official Website: Apply Now