সাউথ-সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে মোট ৪২৩২ জন যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসের ২৮ তারিখ বিকাল ৫টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক প্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে বিশদে জেনে নিয়ে এই পদে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি নম্বর: No. SCR/P-HQ/RRC/111/Act. App/2024-25
ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন ১৯৬১ অনুসারে দক্ষিণ মধ্য রেলওয়ের পক্ষ থেকে বিবিধ বিভাগের জন্য অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের প্রয়োজনীয়তা-
বর্তমান সময়ে রেল বিভাগ থেকে শুরু করে অন্যান্য সরকারি দপ্তরে অ্যাপ্রেন্টিস এর চাহিদা বৃদ্ধি পেয়েছে। সরকারি অভিজ্ঞতা অর্জন করার ক্ষেত্রে অন্যতম হলো অ্যাপ্রেন্টিসের প্রশিক্ষণ। এক্ষেত্রে মাসিক বেতনভোগী প্রার্থীরা চুক্তিভিত্তিক প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা এবং অভিজ্ঞতা উভয়ই বৃদ্ধি করতে সক্ষম হবেন। প্রশিক্ষণের শেষে সংস্থার পক্ষ থেকে প্রদান করা হবে অভিজ্ঞতার সার্টিফিকেট।
শূন্যপদের সংখ্যা-
সব মিলিয়ে এখানে মোট ৪২৩২ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে।
আবেদনের যোগ্যতা-
১) এই পদে আবেদনের জন্য প্রতিটি প্রার্থীকে ন্যূনতম ৫০% নম্বরের সঙ্গে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের কাছে ITI এর সার্টিফিকেট থাকা আবশ্যক।
২) প্রতিটি প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে।
৩) সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত ছাড় দেওয়া হবে।
আরও পড়ুনঃ ব্যাঙ্ক অফ বারোদা ম্যানেজার পদে নিয়োগ: মাসিক বেতন ৪৮৪৮০ টাকা, দেখে নিন আবেদন পদ্ধতি
আবেদন পদ্ধতি-
এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সাউথ-সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের। অনলাইনে আবেদন চলবে ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত।
১) আবেদনের জন্য প্রথমে নিজেদের নাম নথিভুক্ত করে নিতে হবে।
২) তারপরে আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র গুলি অনলাইনে আপলোড করে দিতে হবে।
৩) এরপরে আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা প্রদান করতে হবে। এক্ষেত্রে SC/ST শ্রেণীর প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া-
রেলওয়ের শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য আবেদনকারীদের পূর্ব পড়াশুনা এবং নম্বরের ওপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ কলেজ পড়ুয়াদের জন্য ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, আবেদনের যোগ্যতা কি লাগবে?
গুরুত্বপূর্ণ তথ্য: এক্ষেত্রে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দক্ষিণ মধ্য রেলওয়ের পক্ষ থেকে। এই বিষয়ে বিশদে জানার জন্য অবশ্যই নিচে দেওয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।