ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ। মাধ্যমিক পাশ করে থাকলে এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দক্ষিণ-পূর্ব সেন্ট্রাল রেলওয়ে দপ্তরের দপ্তরের তরফ থেকে। ট্রেনিং চলাকালীন প্রার্থীরা প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। South East Central Railway Apprentice Notification 2021.
প্রশিক্ষণের নাম- অ্যাপ্রেন্টিশিপ (Apprenticeship)
প্রশিক্ষণের সময়সীমা- ১ বছর।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে স্বাস্থ্য কর্মী নিয়োগ
কোন ট্রেডে কত শূন্যপদ-
COPA- ৯০টি, স্টেনোগ্রাফার (ইংরেজি)- ১৫ টি, স্টেনোগ্রাফার (হিন্দি)- ১৫ টি, ফিটার- ১২৫ টি, ইলেকট্রিশিয়ান- ৪০টি, ওয়্যারমান- ২৫টি, ইলেকট্রনিক মেকানিক- ৬টি, RAC মেকানিক- ১৫টি, ওয়েল্ডার- ২০ টি, প্লাম্বার- ৪টি, পেইন্টার- ১০টি, কার্পেন্টার- ১৩ টি, Machinist- ৫টি, Turner- ৫টি, সিট মেটাল ওয়ার্কার- ৫টি, Draughtman/ সিভিল- ৪টি, গ্যাস কাটার- ২০টি, ড্রেসার- ২টি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথলজি- ৩টি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান কার্ডিওলজি- ২টি, মেকানিক মেডিকেল ইকুইপমেন্ট ফর হসপিটাল এন্ড অকুপেশনাল হেলথ সেন্টার- ১টি, ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান- ২টি, ফিজিওথেরাপি টেকনিশিয়ান- ২টি, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান- ১টি, রেডিওলজি টেকনিশিয়ান- ২টি।
চাকরির খবরঃ সেপ্টেম্বর মাসের সমস্ত চাকরির খবর
বয়স- ০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই ১৫ হতে হবে এবং ২৪ বছর পূর্ণ হওয়া যাবে না। SC/ ST প্রার্থীরা ৫ বছরের, OBC প্রার্থীরা ৩ বছরের এবং PWD/ এক্স সার্ভিসম্যানের প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ।
স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট হলো www.apprenticeshipIndia.org ,
আবেদন করার শেষ তারিখ- ১০/১০/২০২১
চাকরির খবরঃ রাজ্যের সরকারি কলেজে কর্মী নিয়োগ
Apply Now: Click Here
Official Website: Click Here
Daily Job Update: Click Here