সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে দপ্তরে বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন ট্রেডে প্রার্থী নিয়োগ করা হবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আরও অন্যান্য তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। অনেক অনেক বেশি সংখ্যক শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ডিভিশন অনুযায়ী শূন্যপদ-
নাগপুর ডিভিশন: মোট শূন্যপদ- ৯৮০ টি। (ফিটার- ১৮৩টি, কার্পেন্টার- ৫৬ টি, ওয়েল্ডার- ৮৫ টি, COPA- ৫০টি, ইলেকট্রিশিয়ান- ১৬০ টি, স্টেনোগ্রাফার (ইংলিশ)/ সিক্রেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট- ১৫ টি, প্লাম্বার- ৪৫ টি, পেইন্টার- ৫৯ টি, ওয়ারম্যান- ৬০ টি, ইলেকট্রনিক্স মেকানিক- ৬ টি, মেকানিক মেশিন টুল মেইনটেন্স- ১০ টি, ডিজেল মেকানিক- ১২২ টি,upholsterer- ৬ টি, ড্রাইভার কাম মেকানিক- ৫ টি, Machinist- ৩০ টি, ডিজিটাল ফটোগ্রাফার- ২ টি,Turner- ২০ টি, ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান- ৫ টি, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান- ৫ টি, হেলথ সেনিটারি ইন্সপেক্টর- ৫ টি, গ্যাস কাটার- ১৫ টি, স্টেনোগ্রাফার (হিন্দি)- ১৫ টি, কেবল জয়েন্টার- ৩ টি, Mason- ১৮ টি)।
চাকরির খবরঃ কৃষি দপ্তরে গ্রূপ-সি কর্মী নিয়োগ চলছে
মতিবাগ ডিভিশন: মোট শূন্যপদ- ৬৪ টি। (ফিটার- ৩৩ টি, ওয়েল্ডার- ৯ টি, কার্পেন্টার- ১২ টি, পেইন্টার- ৫টি, টার্নার- ২ টি, Secretarial Practice- ৩ টি)।
বয়স- উপরোক্ত প্রতিটি ট্রেডের ক্ষেত্রে ০১/০৫/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৩ বছরের এবং OBC প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- ৫০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে প্রার্থী নির্বাচিত করা হবে।
প্রশিক্ষণের সময়কাল- ১ বছর।
চাকরির খবরঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রূপ-ডি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। www.apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেইল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে।আবেদন করার সময় প্রার্থীর সই ও ফটো স্ক্যান করে আপলোড করতে হবে।এছাড়াও সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ০৩/০৬/২০২২
Official Notice: Click Here
Apply Now: Click Here
Daily Job Update: Click Here