ক্লার্কশিপ পরীক্ষার জন্য বড়ো ঘোষণা করলো পাবলিক সার্ভিস কমিশন। এদিন 16 এবং 17 নভেম্বর ক্লার্কশিপ পরীক্ষাকে উদ্দেশ্য করে রাজ্য জুড়ে স্পেশাল ট্রেন চালানো হবে। ইস্টার্ন রেলওয়ের তরফেও শনিবার ও রবিবার চলা স্পেশাল ট্রেনের তালিকা দেওয়া হয়েছে।
রাজ্যের যে কোনো পরীক্ষার দিন বাসে ট্রেনে প্রচুর পরিমাণে যাত্রীর ভিড় লক্ষ্য করা যায়। যে কারণে ক্লার্কশিপ পরীক্ষার দিনগুলিতে স্পেশাল ট্রেন চলাচলের ঘোষণা করেছে পূর্ব রেল দপ্তর। পরীক্ষার দু-দিনে মোট 44 টি স্পেশাল ট্রেন চলবে। শনিবার দিন 12 টি স্পেশাল লোকাল ট্রেন এবং রবিবার মোট 32 টি স্পেশাল ট্রেন চলবে। একাধিক গুরুত্বপূর্ণ লাইন জুড়ে এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে।
আরও পড়ুনঃ ক্লার্কশিপ পরীক্ষার্থীদের উদ্দ্যেশে কড়া নিয়ম জারি করল কমিশন
যে যে লাইন জুড়ে স্পেশাল ট্রেন গুলি চলবে তার তালিকা দেওয়া হল-
1) হাওড়া-ব্যান্ডেল-হাওড়া
2) হাওড়া-বর্ধমান-হাওড়া কর্ড লাইন
3) ব্যান্ডেল-মেমারি-ব্যান্ডেল
4) হাওড়া-মেমারি-হাওড়া
5) হাওড়া-শ্রীরামপুর-হাওড়া
6) হাওড়া-বারুইপাড়া-হাওড়া
7) হাওড়া-শেওড়াফুলি-হাওড়া
8) হাওড়া-বর্ধমান-হাওড়া মেন লাইন
ক্লার্কশিপ পরীক্ষার জন্য ফ্রী প্র্যাকটিস সেট PDF: Download Now
এছাড়াও, রবিবার কলকাতা মেট্রোর তরফে বিশেষ সুবিধা দেওয়া হবে পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য সকাল 07:00 থেকে 09:00 পর্যন্ত ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। তারপর 09:00 থেকে সাধারণ সার্ভিস দেবে কলকাতা মেট্রো।