SSC CGL বা স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেবেলের পরীক্ষার বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ ২০ হাজারেরও বেশি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে গ্ৰুপ বি এবং গ্ৰুপ সি-এর বিভিন্ন পদে নিয়োগের জন্য এই পরীক্ষা হয়। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই পরীক্ষার পদ্ধতি পরিবর্তনের কথা। নতুন পদ্ধতিতে মাত্র দুটি ধাপে পরীক্ষা সম্পন্ন হবে – Tier 1 এবং Tier 2. পূর্বে সাধারণত তিনটি ধাপ এবং বিশেষ কিছু পদের জন্য চতুর্থ ধাপ পর্যন্তও হতো। নতুন পদ্ধতিতে কীভাবে হবে পরীক্ষা
SSC CGL Selection Process 2022
Tier 1- এটি ২০০ নাম্বারের পরীক্ষা। কম্পিউটারের মাধ্যমে এম.সি.কিউ (MCQ) প্যাটার্নে হবে। মোট ১০০ টি প্রশ্ন, ২০০ নাম্বার। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য ২ নাম্বার এবং ভুল উত্তরের ০.৫ নাম্বার কেটে নেওয়া হবে। সময় ১ ঘন্টা। কিন্তু কাট অফ সিস্টেম থাকবে।
বিষয় সমূহ:
১. কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড
২. জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজিওনিং
৩. জেনারেল অ্যাওয়ারনেস
৩. ইংলিশ কম্প্রিহেনশন
Tier 1 শুধুমাত্র কোয়ালিফাইং প্রকৃতির। অর্থাৎ পাশ করতে হবে শুধুমাত্র। পূর্বে এই পেপারের নাম্বারও ফাইনালে যোগ হতো, এবার থেকে তা হবে না। নিম্নে বর্ণিত সর্বনিম্ন শতাংশ নাম্বার পেলেই পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ বলে বিবেচিত হবেন।
- UR: 30%
- OBC: 25%
- All other categories: 20%
Tier 2: এক্ষেত্রে মোট ৩৯০ নম্বরের পরীক্ষা। সময় ২ ঘন্টা ৩০ মিনিট । এক্ষেত্রে প্রতি প্রশ্নের মান ৩ নম্বর।
নীচে বিষয়সমূহ এবং প্রতি বিষয় থেকে আগত প্রশ্নের সংখ্যা বর্ণিত হলো:
১. ম্যাথমেটিক্স: ৩০টি প্রশ্ন।
২. জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজিওনিং: ৩০ টি প্রশ্ন।
৩. ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন: ৪৫ টি প্রশ্ন।
৪. জেনারেল নলেজ: ২৫ টি প্রশ্ন
৫. সাধারণ কম্পিউটার জ্ঞান: ২০ টি প্রশ্ন : (Need to Qualify)
৬. ডাটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল: ১৫ মিনিটে ২০০০ শব্দ টাইপ (Need to Qualify)
পরীক্ষার সময়সীমা-
গণিত এবং জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজিওনিং : ১ ঘন্টা।
ইংলিশ এবং জিকে : ১ ঘন্টা।
সাধারণ কম্পিউটার জ্ঞান : ১৫ মিনিট
ডাটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল: ১৫ মিনিট।
Tier 3 ব্যবস্থা সম্পূর্ণরূপে অবলুপ্ত করে দেওয়া হয়েছে।
Tier 2 এ প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই rank নির্ধারিত হবে।
Tier 2 এর প্রতিটি বিষয়ে কমপক্ষে নিম্নে বর্ণিত নম্বর পেতেই হবে। অন্যথায় অকৃতকার্য বলে বিবেচিত হবেন।
- UR: 30 %
- OBC: 25 %
- Other categories: 20 %