স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন (CGL) টায়ার ২ পরীক্ষার অ্যানসার কি প্রকাশ করা হয়েছে। যে সকল পরীক্ষার্থীরা সিজিএল টায়ার ২ (SSC CGL Tier 2) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাঁরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in)-এ গিয়ে অ্যানসার কি চেক করতে পারবেন।
অ্যানসার কি চেক করবেন কিভাবে?
১) প্রার্থীদের প্রথমে (ssc.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর হোমপেজ থেকে সিজিএল টায়ার ২ পরীক্ষা ২০২২ এর ‘অ্যানসার কি’ চেক করার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
আরও পড়ুনঃ পাল্টে গেল ইউপিএসসি পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন
৪) স্ক্রিনে ফাইনাল অ্যানসার কি চেক করতে পারবেন।
৫) প্রয়োজনে এটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন।
সিজিএল দ্বিতীয় স্তরের পরীক্ষাটি আয়োজিত হয়েছিল ২ মার্চ থেকে ৭ মার্চ তারিখে। পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। গত ১৩ মে সিজিএল টায়ার ২ পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে কমিশন। এবার ফাইনাল অ্যানসার কি প্রকাশ করা হল। কমিশন জানিয়েছে, প্রার্থীরা ২৯ মে থেকে ১২ জুন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের নম্বর চেক করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে এসএসসির বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন ও অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।
Official Notification: Download Now