স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে প্রকাশ পেল জেনারেল ডিউটি (GD) পদে নিয়োগ পরীক্ষার ‘অ্যানসার কি’। পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে প্রকাশিত ‘অ্যানসার কি’ দেখে আসতে পারবেন।
‘অ্যানসার কি’ দেখবেন কিভাবে?
১) SSC GD পরীক্ষার ‘অ্যানসার কি’ দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ যেতে হবে।
২) এরপর হোমপেজে ‘অ্যানসার কি’ সেকশনে যেতে হবে।
৩) এবার পরীক্ষার অ্যানসার কি দেখার লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৪) এরপর প্রয়োজনীয় ডিটেলস দিয়ে লগ ইন করতে হবে পরীক্ষার্থীদের।
৫) এসএসসি GD পরীক্ষার অ্যানসার কি স্ক্রিনে দেখতে পাবেন।
৬) সংশ্লিষ্ট ‘অ্যানসার কি’ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।
চাকরির খবরঃ রাজ্যের ব্লক অফিসে কর্মী নিয়োগ
কমিশন জানিয়েছে, প্রকাশ পাওয়া অ্যানসার কি নিয়ে কোনোও আপত্তি থাকলে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। চ্যালেঞ্জ জানানোর সময়সীমা ধার্য হয়েছে ১৮ই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা থেকে ২৫শে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত। সেক্ষেত্রে চ্যালেঞ্জ জানানো প্রতি প্রশ্ন পিছু ১০০/- টাকার অর্থমূল্য জমা দিতে হবে পরীক্ষার্থীদের।
প্রসঙ্গত, স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি (GD) পদের অন্তর্গত CAPFs, SSF, Refleman (GD) in Assam Rifles, ও Sepoy In NCB পরীক্ষা আয়োজিত হয়েছিল জানুয়ারির ১০ থেকে ফেব্রুয়ারির ১৩ তারিখের মধ্যে। আর এবার পরীক্ষার অ্যানসার কি প্রকাশ করা হয়েছে। এরপর চূড়ান্ত ‘অ্যানসার কি’ প্রকাশ করে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।