ভারত সরকার অনুমোদিত স্টাফ সিলেকশন কমিশন (SSC) পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি ধাপে পরীক্ষা হয়ে প্রার্থী নির্বাচন করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। SSC GD Constable Recruitment 2021.
পদের নাম- কনস্টেবল (জিডি)
শূন্যপদের বিবরণ-
BSF- পুরুষ ৬৪১৩ টি এবং মহিলা ১১৩২ টি।
CISF- পুরুষ ৭৬১০ টি এবং মহিলা ৮৫৪ টি।
SSB- পুরুষ ৩৮০৬ টি।
ITBP- পুরুষ ১২১৬ টি ও মহিলা ২১৫ টি।
AR- পুরুষ ৩১৮৫ টি ও মহিলা ৬০০ টি।
SSF- পুরুষ ১৯৪ টি ও মহিলা ৪৬ টি।
বয়স- ০১/০৮/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ এর মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ০২/০৮/১৯৯৮ থেকে ০১/০৮/২০০৩ এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে তারা বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ২১৭০০ থেকে ৬৯১০০ টাকা।
কলকাতা পুলিশে আবেদন চলছে- ক্লিক করুন
উচ্চতা- পুরুষদের ক্ষেত্রে ১৭০ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে ১৫৭ সেমি।
ছাতি- পুরুষদের ক্ষেত্রে ৮০ সেমি এবং ৫ সেমি প্রসারণ এর ক্ষমতা থাকতে হবে। ST প্রার্থীদের ক্ষেত্রে ৭৬ সেমি সঙ্গে ৫ সেমি প্রসারণের ক্ষমতা। গাড়োয়াল, কুমাওনিস, দোগ্রস, মারাঠি প্রার্থীদের ক্ষেত্রে ৭৮ সেমি সঙ্গে ৫ সেমি প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
Physical efficiency test (PET)- লাদাখ এরিয়ার প্রার্থীরা ছাড়া বাকি প্রার্থীদের ক্ষেত্রে পুরুষদেরকে ২৪ মিনিটে ৫ কিমি দৌড় দিতে হবে এবং মহিলাদেরকে সাড়ে ৮ মিনিটে ১.৬ কিমি দৌড় দিতে হবে। লাদাখ এরিয়ার প্রার্থীদের ক্ষেত্রে পুরুষদেরকে সাড়ে ৬ মিনিটে ১.৬ কিমি দৌড় দিতে হবে এবং মহিলাদেরকে ৪ মিনিটে ৮০০ মিটার দৌড় দিতে হবে।
পরীক্ষার পদ্ধতি- পরীক্ষা হবে অনলাইনে। মোট ১০০ টি প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের মান ১। একটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
- জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং- ২৫ নম্বর।
- জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস- ২৫ নম্বর।
- এলিমেন্টারি ম্যাথমেটিক্স- ২৫ নম্বর।
- ইংলিশ/ হিন্দি- ২৫ নম্বর।
আবেদন ফি- ১০০ টাকা। মহিলা প্রার্থী এবং SC,ST,ESM প্রার্থীদের ক্ষেত্রে কোন ফি লাগবে না। ফি জমা দিতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ও নেট ব্যাংকিং এর মাধ্যমে।
আবেদন পদ্ধতি- ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে নির্বাচিত আবেদনপত্রটি পূর্ণ করতে হবে। ৩.৫ সেমি × ৪.৫ সেমি এই সাইজের ফটো দরকার। ফটোতে কোন টুপি, চশমা থাকা যাবেনা এবং দুটো কান যেন অবশ্যই দেখা যায়। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৩১/০৮/২০২১।