স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে প্রকাশ পেল জেনারেল ডিউটি (GD) কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ২০২২ এর ফলাফল। যে সকল পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাঁরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে ফলাফল দেখে আসতে পারবেন।
SSC GD Result Out
পরীক্ষার ফলাফল চেক করবেন কিভাবে?
১) পরীক্ষার্থীদের প্রথমে (ssc.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর হোমপেজের অন্তর্গত ‘রেজাল্ট’ ট্যাবে ক্লিক করতে হবে।
৩) এবার SSC GD পরীক্ষার ফলাফল দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) এরপর স্ক্রিনে রেজাল্টটি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
প্রসঙ্গত, স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর জেনারেল ডিউটি (GD) পদে নিয়োগের CAPFs, SSF, Refleman (GD) in Assam Rifles, ও Sepoy In NCB পরীক্ষা আয়োজিত হয়েছিল জানুয়ারির ১০ থেকে ফেব্রুয়ারির ১৩ তারিখের মধ্যে। আর এবার প্রকাশ পেল পরীক্ষার ফলাফল। নির্বাচিত প্রার্থীরা এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) ও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) তে অংশগ্রহণ করতে পারবেন। আগামী ২৭শে এপ্রিল থেকে কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের স্কোরকার্ড চেক করা যাবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে এসএসসির ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।
Official Website: Click Here