চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। একগুচ্ছ শূন্যপদে নিয়োগ কর্মসূচি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন (SSC) এই নিয়োগ কর্মসূচি চালাবে। প্রায় দেড় হাজারের কাছাকাছি শূন্যপদে নিয়োগ করা হবে প্রার্থীদের। ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানিয়েছে কমিশন। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) থেকে সরাসরি আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।
কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ কর্মসূচি শুরু হতে চলেছে। এই নিয়োগ কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে বিভিন্ন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। ১৮-৩২ বছর বয়সী চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনকারী প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কোয়ান্টিটি সার্ভেয়িং অ্যান্ড কনট্রাক্ট বিভাগে বিই ও বিটেক পাশ করে থাকতে হবে। তাছাড়া, ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকা প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুনঃ কয়েক হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগ
মোট ১৩২৪ শূন্যপদে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা। গত ২৬ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। এটি চলবে আগামী ১৬ অগাস্ট পর্যন্ত। আবেদন ফি ১০০/- টাকা। তবে সংরক্ষিত শ্রেণী, মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি লাগছে না। ১৭ ও ১৮ অগাস্ট আবেদনপত্র সংশোধনের সুযোগ দেওয়া হবে। প্রার্থীদের প্রথমে অনলাইনে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা হবে ৯, ১০ ও ১১ অক্টোবর। এরপর বর্ণনামুলক পরীক্ষা, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনে পর যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন।
Official Notification: Download Now