এক নজরে
SSC MTS Recruitment 2021: মাল্টিটাস্কিং স্টাফ বা MTS পদটি হলো মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের একটি মোটা বেতনের চাকরি। এই পরীক্ষাটি কেন্দ্রীয় সরকারের Staff Selection Commission আয়োজন করে থাকে। প্রতি বছরই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে এ বছর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে অনেকটাই বিলম্ব হয়েছে।
SSC MTS Recruitment 2021
Important Dates | |
---|---|
Application Start | 5 February, 2021 |
Application Close | 21 March, 2021 |
Paper- I CBT Exam | 1 July to 20 July, 2021 |
বিজ্ঞপ্তি প্রকাশের বিলম্ব হলেও চাকরিপ্রার্থীদের নিরাশ করেনি Staff Selection Commission. শেষ পর্যন্ত এদিন 5 ফেব্রুয়ারি, 2021 তারিখ স্টাফ সিলেকশন কমিশন SSC MTS Notification 2021 -এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অন্তত মাধ্যমিক পাশ করে থাকলে যেকোন পুরুষ মহিলা এই পদে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। তাই পশ্চিমবঙ্গের প্রার্থীদের অন্য কোন রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে না। আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো SSC MTS 2021 কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা কি লাগবে? পরীক্ষার সিলেবাস ইত্যাদি। SSC MTS Recruitment 2021, SSC MTS 2021 Eligibility Criteria.
SSC MTS 2021 Vacancy
2020- 21 সালের স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ বা MTS পদে কত শূন্য পদ রয়েছে, তা প্রকাশ করেনি স্টাফ সিলেকশন কমিশন। তবে প্রতি বছরের মতো এবছরও শূন্য পদের সংখ্যা থাকতে পারে প্রায় 5000। আগামী কিছুদিনের মধ্যেই শূন্যপদের বিন্যাস প্রকাশ করবে Staff Selection Commission.
SSC MTS 2021 Qualification
SSC MTS পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ বা সমতুল। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন যোগ্য। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নেপাল এবং ভুটানের নাগরিকরাও শর্তসাপেক্ষে SSC Multi Tasking Staff স্টাফ পদে আবেদন করতে পারবেন।
SSC MTS Age Limit
স্টাফ সিলেকশন কমিশনের Multi Tasking Staff পদে আবেদন করার জন্য, আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 January, 2021 তারিখের হিসাবে। SC/ ST/ OBC/ PWD/ ESM শ্রেণীভূক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।
SSC MTS 2021 Apply Online
Staff Selection Commission Multi Tasking Staff পদে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। Staff Selection Commission -এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হবে www.ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আবেদনকারীর মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড আসবে। ওই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে সরাসরি অনলাইনে আবেদন করা যাবে। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। আগের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করা যাবে।
SSC MTS 2021 Exam Centre in West Bengal
স্টাফ সিলেকশন কমিশনের অধিকাংশ পরীক্ষার পরীক্ষা কেন্দ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে হয়ে থাকে। সেইমতো SSC MTS 2021 পরীক্ষার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ও পরীক্ষা কেন্দ্র গুলির কোড দেওয়া হল- কলকাতা (4410), আসানসোল (4417), হুগলি (4418) এবং শিলিগুড়ি (4415)।
SSC MTS 2021 Selection Process
1. SSC MTS Preliminary Exam or Paper- I (computer Based examination): 100 Marks.
2. Paper-II (Descriptive): 50 Marks.
3. Document Verification (DV)
SSC MTS 2021 Paper- I Syllabus
1. General English- 25 marks
2. General intelligence & reasoning- 25 marks
3. Numerical aptitude- 25 marks
4. General awareness- 25 marks
SSC MTS 2021 Best Book
- SSC Multi Tasking Staff Complete Book
- Ultimate Guide to SSC Multi Tasking Staff
- SSC MTS Practice Sets Download
- SSC Multi Tasking Staff Exam Books
SSC MTS 2021 Syllabus Download
SSC MTS 2021 Application Fee
Staff Selection Commission Multi Tasking Staff পদের অনলাইনে আবেদন করার পর আবেদনকারীদের আবেদন ফি জমা দিতে হবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা আবেদন ফি নির্ধারণ করা আছে। যেমন- UR/ OBC/ EWS শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 100 টাকা। অনলাইন কিংবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাংক চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেয়া যাবে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 23 March, 2021 এবং ব্যাংক চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 25 March, 2021. SC/ ST/ PWD/ ESM/ মহিলা প্রার্থীদের কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।
আরও পড়ুন: এইট পাশে কলেজে গ্রূপ-ডি নিয়োগ চলছে
SSC MTS 2021 FAQ
- SSC MTS পরীক্ষার প্রশ্নপত্র কোন ভাষায় হবে?
উঃ ইংরেজি এবং হিন্দি। - SSC MTS পরীক্ষা দেওয়ার জন্য কি অন্য রাজ্যে যেতে হবে?
উঃ না। পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া যাবে। - SSC MTS পরীক্ষার সিলেবাস কি কি থাকে?
উঃ SSC MTS পরীক্ষার সিলেবাস উপরে আলোচনা করা হয়েছে। - SSC MTS পরীক্ষার জন্য কোন কোন বই পড়তে হবে?
উঃ SSC MTS পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বইয়ের লিস্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। - SSS MTS 2021 -এর অনলাইনে আবেদন প্রক্রিয়া কতদিন চলবে?
উঃ 21 March, 2021 - SSC MTS পদে আবেদন করার জন্য কোন ওয়েবসাইটে যেতে হবে?
উঃ www.ssc.nic.in. 👉 Apply Now
SSC MTS 2021 Last Date
SSC MTS 2021 পদে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 21/03/2021
SSC MTS 2021 Official Notification Download
SSC MTS Important Link | |
---|---|
Download Official Notice | Click here |
Apply Now Online | Click here |
Official Website | Click here |