চাকরির খবর

৮ হাজার শূন্যপদে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে মাল্টিটাস্কিং স্টাফ (MTS) ও হাবিলদার নিয়োগ। মধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। আজকের পোস্টে রইলো বিস্তারিত আবেদন পদ্ধতি।

Advertisement

SSC MTS Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার নিরিখে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন যোগ্য। সম্পূর্ণ আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

৮ হাজার শূন্যপদে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ

Employment No.— Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2023

পদের নাম— Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar
মোট শূন্যপদ— MTS- ৪৮৮৭ টি। Havaldar- ৩৪৩৯ টি।
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় অথবা মাদ্রাসা থেকে মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

মাসিক বেতন— কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের Level 1 অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা— CBN বিভাগের ক্ষেত্রে প্রার্থীরা নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। CBIC বিভাগের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা হল ২৭ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন

SSC MTS Application Process 2024

আবেদন পদ্ধতি— স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন নথিভূক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের। অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীদের। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট করতে হবে সম্পূর্ণ আবেদনপত্র।

Daily Bengali Current Affairs 2024

SSC MTS Syllabus 2024

SSC MTS Syllabus 2024

SSC MTS Syllabus PDF Download

আবেদন ফি— তপশিলি জাতিভুক্ত আবেদনকারী, শারীরিকভাবে প্রতিবন্ধী আবেদনকারী এবং মহিলা আবেদনকারী ছাড়া অন্যান্য সমস্ত প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ৩১ জুলাই, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

join Telegram

Related Articles