এক নজরে
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। স্টাফ সিলেকশন কমিশন পরিচালিত এসএসসি এমটিএস(SSC MTS) পরীক্ষার Tier 1 এর রেজাল্ট প্রকাশিত হলো। সমগ্র দেশব্যাপী ৪৪ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী পাশ করেছেন Tier 1 এর পরীক্ষা। তার মধ্যে জেনারেল ক্যান্ডিডেট ১৭ হাজার ৮১০ জন। বাকী পরীক্ষার্থীরা সংরক্ষিত আসন থেকে। SSC MTS Result 2022
SSC MTS Result 2022
দেখে নেওয়া যাক এসএসসি এমটিএস পরীক্ষার Tier 1 এর কাট অফ, কিভাবে নিজের রেজাল্ট দেখতে পারবেন এবং পরবর্তী ধাপের পরীক্ষা কিভাবে এবং কবে নাগাদ নেওয়া হতে পারে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কাট অফ নিম্নে বর্ণিত হলো।
Category | Marks |
UR | 88.91746 |
OBC | 87.41992 |
ST | 78.32784 |
SC | 85.69706 |
SSC MTS Tier 1 Result Check
কিভাবে রেজাল্ট দেখবেন?
১) SSC এর অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in এ যান।
২) রেজাল্ট সেকশনে ক্লিক করুন।
৩) Others অপশনে ক্লিক করুন।
যে নতুন পেজ খুলবে ওখানে প্রথমেই দেখতে পাবেন SSC MTS Tier 1 এর রেজাল্ট।
চাকরির খবরঃ অক্টোবর মাসে ১০ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর
Tier 1 এর পর Tier 2 তে subjective pattern এ প্রশ্ন আসে। যা শুধুমাত্র কোয়ালিফাইং প্রকৃতির। এক্ষেত্রে প্রবন্ধ কিংবা চিঠি লিখতে হয়। হিন্দি, ইংরেজি কিংবা সংবিধানে বর্ণিত যেকোনো আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়া যায়। Descriptive পরীক্ষার সম্ভাব্য তারিখ 6 ই নভেম্বর, 2022
Result Check: Click Here