চাকরির খবর

মাধ্যমিক পাশে ১১ হাজার শূন্যপদে MTS নিয়োগ, প্রতিমাসে বেতন ১৮ হাজার টাকা

Advertisement

SSC Multi Tasking Staff Recruitment 2023: কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন (SSC) -এর তরফে মাধ্যমিক পাশে হাবিলদার ও মাল্টি টাস্কিং স্টাফ পদে প্রচুরসংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

SSC MTS And Havaldar Recruitment 2023

Employment No- 2022
পদের নাম- Multi Tasking Staff (Non Technical)
মোট শূন্যপদ- ১০,৮৮০ টি।
বয়স- প্রার্থীর বয়স জন্ম তারিখ ০২/০১/১৯৯৮ থেকে ০১/০১/২০০৫ তারিখের মধ্যে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৮ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

join Telegram

পদের নাম- Havaldar
মোট শূন্যপদ- ৫২৯ টি।
বয়স- প্রার্থীর বয়স জন্ম তারিখ ০২/০১/১৯৯৬ থেকে ০১/০১/২০০৫ তারিখের মধ্যে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৮,০০০/- টাকা + DA

চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিজের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে www.ssc.nic.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, সই, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

চাকরির খবরঃ জাহাজ নির্মাণ কারখানায় নিয়োগ

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা (CBE), ফিজিক্যাল ফিটনেস টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

Physical Standards Test

Male
Height- 157.5 cms
Chest- 81 cms

Female
Height- 152 cms
Weight- 48 kg

Physical Efficiency Test

Male
Walking- 1600 Meters in 15 Mints

Female
Walking- 1km in 20 Mints

পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র– বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি ও আসানসোল।

FB Join

Official Notification: Download Now
Apply Now: Click Here

Related Articles