রাজ্যে প্রচুর শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগের ভাবনার কথা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, এবার সেই নিয়োগ প্রক্রিয়ার পথেই এগোচ্ছে রাজ্য। প্রায় আড়াই হাজার শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। সংশ্লিষ্ট বিষয়ে ফের আশার আলো দেখালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
বুধবার বাঁকুড়ার প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি শিবিরে আমন্ত্রিত ছিলেন শিক্ষামন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জানালেন। তিনি জানান, রাজ্যে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সম্ভবত এই মাসের মধ্যেই মন্ত্রীসভার অনুমোদন এসে যাবে। আর মন্ত্রীসভার অনুমোদন এলে এসএসসি দ্রুত বিজ্ঞপ্তি জারি করতে পারবে বলেই মনে করছেন তিনি।
আরো পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশে চাকরির সুবর্ণ সুযোগ
সূত্রের খবর, এর আগে স্কুল সার্ভিস কমিশনের (SSC) তরফে জানানো হয়েছিল রাজ্যে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন সম্ভবত মে মাস নাগাদ জারি হতে পারে। সেই নোটিফিকেশনের জন্যই কার্যত অপেক্ষায় ছিলেন প্রার্থীরা। তবে এদিন শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর চাকরিপ্রার্থীরা যে আরও খানিকটা আশ্বস্ত হলেন তা ধারণা করা যাচ্ছে।