স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে প্রকাশ পেল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশন (CGL) ২০২২ Tier-ll ও কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল একজ়ামিশন (CHSL) ২০২২ Tier-I পরীক্ষার নির্ঘণ্ট। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে (ssc.nic.in) প্রকাশ পেয়েছে দিনক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি।
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছে, ২০২২ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিনেশন Tier-II শুরু হতে চলেছে আগামী ২ মার্চ ২০২৩ থেকে চলবে আগামী ৭ মার্চ ২০২৩ পর্যন্ত। (২/৩/২০২৩ – ৭/৩/২০২৩)। অন্যদিকে ২০২২ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল একজ়ামিশন Tier-I শুরু হতে চলেছে আগামী ৯ মার্চ ২০২৩ থেকে চলবে ২১ মার্চ ২০২৩ পর্যন্ত। (৯/৩/২০২৩ – ২১/৩/২০২৩)। প্রসঙ্গত, এসএসসির সিজিএল ও সিএইচএসএল পরীক্ষা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা। প্রতি বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী।
চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
জানানো হয়েছে, যে সকল পরীক্ষার্থীরা চলতি বছরের এসএসসি সিজিএল (CGL) ও সিএইচএসএল (CHSL) পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন তাঁদের অ্যাডমিট কার্ড অতি শীঘ্রই কমিশনের রিজিওনাল ওয়েবসাইটে আপলোড করা হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন পরীক্ষার্থীরা।