স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এর তরফে প্রকাশ পেল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশন (সিজিএল) Tier-ll পরীক্ষার সময়সূচি। এসএসসির তরফে জানানো হয়েছে, মার্চের ২ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে সিজিএল দ্বিতীয় স্তরের পরীক্ষা আয়োজিত হবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে সময়সূচি দেখে আসতে পারেন।
সিজিএল Tier-ll পরীক্ষাটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে। যার মধ্যে সকালের পর্বটি শুরু হবে সকাল ৯টা থেকে ও দুপুরের পর্বটি শুরু হবে দুপুর ২টো থেকে। সিজিএল দ্বিতীয় স্তরের প্রথম পেপারের পরীক্ষাটি আয়োজিত হবে ২, ৩, ৬ ও ৭ ই মার্চ নাগাদ। প্রথম পেপারের পরীক্ষাটি দুটি শিফটে নেওয়া হবে। যার প্রথম শিফটটি হবে সকাল ৯টা থেকে দুপুর ১১:১৫ পর্যন্ত এবং সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অন্যদিকে দ্বিতীয় শিফটটি হবে দুপুর ২টো থেকে দুপুর ২:৪০ পর্যন্ত। এই পরীক্ষাটির জন্য ৪০ মিনিট সময় দেওয়া হবে।