হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুসারে প্রকাশ পেল নবম-দশমের ‘চল্লিশ’ জন ভুয়ো শিক্ষক-শিক্ষিকার তালিকা। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে তালিকাটি। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নবম-দশম শ্রেণীর বেআইনিভাবে নিয়োগ পাওয়া প্রার্থীদের নাম প্রকাশের নির্দেশ দেয় আদালত। সেই অনুযায়ী প্রকাশ পেল তালিকা।
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে জল্পনা তুঙ্গে। তদন্ত প্রক্রিয়ায় সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। আদালতে চলছে মামলা। এর আগেই প্রকাশ পেয়েছিল ১৮৩ জন ভুয়ো প্রার্থীর নাম, রোল সহ বিস্তারিত তালিকা। এরপর ফের নির্দেশ দিয়েছিল আদালত। বেআইনিভাবে নিযুক্ত চল্লিশ জন শিক্ষক-শিক্ষিকার তালিকা সামনে আনার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেইমতো এদিন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ পেল চল্লিশ ভুয়ো প্রার্থীর নাম। সিবিআই তদন্তে জানা যাচ্ছে এঁনারা প্রত্যেকেই ওএমআর শিট(উত্তরপত্রে) কারচুপি করে পরীক্ষায় পাশ করেছেন। এবং নিয়োগও পেয়েছেন। এই প্রার্থীদের তালিকায় রয়েছেন ২১ জন বাংলা, ১০ জন ইতিহাস, ৩ জন জীবন বিজ্ঞান, ৪ জন ইংরেজি, ভৌতবিজ্ঞানের ১ জন ও ভূগোলের ১ জন শিক্ষক-শিক্ষিকা।
Primary TET Practice Set: Download Now
List Download Now: Click Here