রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। স্টাফ সিলেকশন কমিশন (SSC) -এর পক্ষ থেকে ৪১৮৭ শূন্যপদে সাব-ইন্সপেক্টার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
Employment No.— HQ-C1208/1/2024-C1/2
পদের নাম— Sub-Inspector
মোট শূন্যপদ— ৪১৮৭ টি। (পুরুষ- ৩৮১৮ টি, মহিলা- ৩৯৬)
শিক্ষাগত যোগ্যতা— এই শূন্যপদগুলিতে আবেদন জানানোর জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎগ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন শুরু হচ্ছে ৩৫,৪০০/- টাকা থেকে।
বয়সসীমা— ২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে যেকোনো চাকরিপ্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। SC/ST প্রার্থীদের বয়সে ৫ বছরের এবং OBC প্রার্থীদের বয়সে ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।
চাকরির খবরঃ রাজ্য পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ
আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। অফিসিয়াল ওয়েবসাইটের অনলাইন আবেদনপত্রে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি সঠিক ভাবে পূরণ করে নিতে হবে। এরপর নিজের সাম্প্রতিক রঙিন ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করে নিতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করে দিতে হবে।
আবেদন ফি— সংরক্ষিত এবং মহিলা শ্রেণীর প্রার্থী বাদে অন্যান্যদের এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
পরীক্ষার সিলেবাস— পেপার ১ এবং পেপার ২ -এর লিখিত পরীক্ষার সিলেবাস নিচে দেওয়া হল।
আবেদনের শেষ তারিখ— ২৮ মার্চ, ২০২৪।
চাকরির খবরঃ মার্চ মাসে যেসব চাকরির আবেদন চলছে
Official Notification: Download Now
Official Website: Apply Now