চাকরির খবর

SSC ও WBCS পরীক্ষার প্রস্তুতিতে কোচিং ক্লাসের ব্যবস্থা করল বেলুড় রামকৃষ্ণ মিশন! ভর্তি হবেন কিভাবে? জেনে নিন

Advertisement

উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশনের পর স্টাফ সিলেকশন কমিশন (SSC) ও পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা (WBCS)-এর প্রস্তুতি নেন রাজ্যের বহু পড়ুয়া। তাঁদের মধ্যে কেউ নিজে পড়াশোনা করেন তো কেউ ভর্তি হন কোচিং সেন্টারে। এসএসসি ও ডব্লুবিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্বপ্ন দ্যাখেন তাঁরা। আর তাই পড়ুয়াদের স্বপ্ন পূরণের স্বার্থে এবার পাশে দাঁড়াল বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।

সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন (CHSL), কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন (CGL) ও ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা (WBCS)-এর প্রস্তুতির জন্য কোচিং ক্লাসের ব্যবস্থা করছে বেলুড় রামকৃষ্ণ মিশন। ক্লাস করার সুবিধা রয়েছে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে। প্রতিটি ক্লাস পরিচালনা করবেন অভিজ্ঞ শিক্ষকেরা।

আরও পড়ুনঃ এক ক্লিকে ডাউনলোড করা যাবে মাধ্যমিকের মার্কশিট

আবেদন পদ্ধতি

এসএসসি ও ডব্লুবিসিএস কোচিং ক্লাসে ভর্তির লাস্ট ডেট যথাক্রমে ১৫ জুন ও ৩০ জুন। আবেদন জানানোর জন্য প্রার্থীদের বেলুড় রামকৃষ্ণ মিশনের অনলাইন ওয়েবসাইটে যেতে হবে। সেখানে মূল বিজ্ঞপ্তিতে ক্লিক করলে আবেদনের লিঙ্কটি পেয়ে যাবেন আগ্রহীরা। ক্লাসের সময়সূচি, কোর্স ফি, আসন সংখ্যা ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি জানানো হল এই প্রতিবেদনে।

এসএসসি (SSC) পরীক্ষার কোচিং

প্রতিষ্ঠান জানিয়েছে, স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর পরীক্ষাগুলির প্রস্তুতিতে কোচিং ক্লাস শুরু হবে আগামী ১৮ জুন থেকে। ক্লাস করার সুবিধা থাকছে অনলাইন ও অফলাইনে। ক্লাস থাকবে প্রতি শনি দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা এবং প্রতি রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। পড়ানোর সঙ্গে প্রতিটি বিষয় সম্পর্কিত স্টাডি মেটিরিয়াল দেওয়া হবে। ভর্তির আসন সংখ্যা ৫০ টি। কোর্স ফি ৫০০০ টাকা।

আরও পড়ুনঃ রাজ্যে চালু হবে একজোড়া নতুন মেডিক্যাল কলেজ

ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষার কোচিং

ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষার প্রস্তুতিতে এক বছরের কোচিং করাবে বেলুড় রামকৃষ্ণ মিশন। ক্লাস শুরু হবে আগামী ২ জুলাই থেকে। ক্লাস করার সুবিধা থাকছে অনলাইন ও অফলাইনে। সোম থেকে শনি অনলাইনে ক্লাস হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত। আর অফলাইনে ক্লাসটি হবে রবিবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত। পরীক্ষা প্রস্তুতিতে প্রয়োজনীয় টিপস দেবেন শিক্ষকেরা। এছাড়া নিয়মিতভাবে নেওয়া হবে মক টেস্ট। এক্ষেত্রেও আসন সংখ্যা ৫০ টি। তবে কোর্স ফি ২৪০০০ টাকা।

যে সমস্ত পড়ুয়ারা চাকরির পরীক্ষার প্রস্তুতিতে বেলুড় রামকৃষ্ণ মিশনের কোচিংয়ে ভর্তি হতে চাইছেন তাঁরা অতি শীঘ্রই ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন। এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ে নেবেন।

WBCS

Related Articles