এসএসসির তরফে প্রকাশ করা হলো আসন্ন পরীক্ষাগুলির সময়সূচি। এর আগেই জানানো হয়েছিল শীঘ্রই প্রকাশ পেতে চলেছে উক্ত পরীক্ষাগুলির দিনক্ষণ। এবার সেটাই জানালো স্টাফ সিলেকশন কমিশন। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে পরীক্ষাগুলির সময়সূচি।
SSC Exam Date
ফের একগুচ্ছ পরীক্ষার নির্ধারিত সময়সূচি প্রকাশ পেল এসএসসির তরফে। কমিশনের ওয়েবসাইট ( ssc.nic.in ) -এ বিষয়ে জানানো হয়েছে বিস্তারিত। প্রতিটি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয় বিজ্ঞপ্তির মাধ্যমে। যে যে পরীক্ষাগুলির সময় উল্লেখ করা হয়, সেগুলির মধ্যে অন্যতম হলো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশন। আসন্ন ২০২৩ সালে আয়োজিত হতে চলা এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের ৪ জানুয়ারি – ৫ জানুয়ারির মধ্যে। একই সাথে রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল একজ়ামিশন। যা অনুষ্ঠিত হবে জানুয়ারির ৬ তারিখ।
চাকরির খবরঃ রাজ্যের ক্রীড়া দপ্তরে কর্মী নিয়োগ
ঘোষণা করা বাকি পরীক্ষাগুলির মধ্যে রয়েছে এসএসসির কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কনস্টেবল পদের পরীক্ষা, জাতীয় তদন্তকারী সংস্থার পরীক্ষা, অসম রাইফেলের পরীক্ষা, বিশেষ সুরক্ষা বাহিনীর পরীক্ষা। যা অনুষ্ঠিত হতে চলেছে ১০ই জানুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারির মধ্যে। স্টেনোগ্রাফার পদেও নিয়োগ করা হবে এসএসসির তরফে। সেই অনুযায়ী স্টেনোগ্রাফার গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ এর পরীক্ষাগুলি হতে চলেছে আগামী বছর ১৫-১৬ ফেব্রুয়ারির মধ্যে।
এসএসসির তরফে নির্ধারিত শূন্যপদে নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হবে শীঘ্রই। সেইমতো কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে, স্টেনোগ্রাফার গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে, জাতীয় তদন্তকারী সংস্থায়, অসম রাইফেলে, বিশেষ সুরক্ষা বাহিনীতে, নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার দিনক্ষণ জানালো কমিশন। এরইসাথে রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল ও হায়ার সেকেন্ডারি লেভেল একজ়ামিশন। উল্লিখিত পরীক্ষাগুলির দিনক্ষণ প্রকাশের পর পরবর্তী পদক্ষেপ শীঘ্রই গৃহীত হতে চলেছে স্টাফ সিলেকশন কমিশনের তরফে।
Official Notification: Download Now