স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে প্রকাশ পেয়েছে জিডি (জেনারেল ডিউটি) কনস্টেবল পদের নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, এবার জিডি কনস্টেবল পদে আরও বেশি প্রার্থী নিয়োগ করবে কমিশন। সব মিলিয়ে প্রায় ৫০,১৮৭ টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। এ বিষয়ের বিজ্ঞপ্তিটি দেখার জন্য (ssc.nic.in) ওয়েবসাইটে যেতে হবে প্রার্থীদের।
দেশে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPFs), এসএসএফ, অসম রাইফেলস এর রাইফেলম্যান (GD), এবং নার্কোটিক্স ব্যুরোয় জিডি কনস্টেবল শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। শূন্যপদের পূর্ণাঙ্গ তালিকাটি প্রকাশ করেছে কমিশন। জানা যাচ্ছে, প্রথম ভাগে ৫০,০১২ টি ও দ্বিতীয় ভাগে আরও ১৭৫ টি পদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। সবমিলিয়ে শূন্যপদ ৫০,১৮৭টি। মহিলা ও পুরুষ প্রার্থীর শূন্যপদের তালিকাটি বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
চাকরির খবরঃ রাজ্যে টেকনিক্যাল সুপারভাইজার পদে কর্মী নিয়োগ
প্রসঙ্গত, এসএসসির জিডি কনস্টেবল পদের পরীক্ষাটি আয়োজিত হয় জানুয়ারির ১০ তারিখ থেকে ফেব্রুয়ারির ১৪ তারিখ নাগাদ। সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। এরপর ১৮ ফেব্রুয়ারি নাগাদ প্রকাশ পায় পরীক্ষার অ্যানসার কি। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন পরীক্ষার্থীরা।