ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিবছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বহু চাকরির প্রার্থীরা আবেদন করার জন্য অধিক আগ্রহে থাকেন। পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আবেদনের যোগ্য। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- Circle Based Officer (Regular and Backlog)
মোট শূন্যপদ- ১৪২২ টি। (Regular-1400 টি and Backlog- 22 টি)
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্যপদ- ১৭৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী ৩৬,০০০/- টাকা থেকে ৬৩,০০০/- টাকা পর্যন্ত।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.sbi.co.in/careers ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি (২০কেবি-৫০কেবি), সিগনেচার (১০ কেবি-২০ কেবি), Left Hand Thumb, Hand-written Declaration আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৭ নভেম্বর, ২০২২
আবেদন ফি- আবেদন ফি বাবদ General/EWS/OBC প্রার্থীদের ক্ষেত্রে ৭৫০/- টাকা ও SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
চাকরির খবরঃ রাজ্যে মাল্টিটাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের অনলাইন পরীক্ষা, স্ক্রীনিং ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র- কলকাতা, কল্যাণী ও শিলিগুড়ি।
Official Notification: Download Now
Apply Now: Click Here