ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ব ব্যাংকে কর্মী হিসেবে সুযোগ এবার চাকরিপ্রার্থীদের হাতের মুঠোয়। যে সমস্ত চাকরিপ্রার্থীরা বর্তমানে বিভিন্ন ব্যাংকের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে চাকরি পাওয়ার বৃহত্তম সুযোগ করে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উল্লেখ্য ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো ২০২৫ সালের প্রবেশনারি অফিসার (PO) পদে কর্মী নিয়োগের বিস্তারিত অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই অবশ্যই আগ্রহী প্রার্থীরা আবেদনের পূর্বে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নেবেন।
নিয়োগ কারী সংস্থা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
অ্যাডভার্টাইজমেন্ট নম্বর: CRPD/PO/2024-25/22
কয়েকদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জুনিয়র অ্যাসোসিয়েট পদে বেশ কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে এবার তার থেকে উচ্চতর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক্ষেত্রে মোট ৬০০টি শূন্য পদ আছে বলে জানানো হয়েছে ব্যাংকের পক্ষ থেকে।
শিক্ষাগত যোগ্যতা- দেশের যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করে থাকলেই এই পদে আবেদন জানাতে পারবেন। এমনকি স্বীকৃত বিদ্যালয় এর শেষ সেমিস্টারের ছাত্র- ছাত্রীরাও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি অফিসার (PO) পদে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা- ০১/০৪/২০২৪ তারিখের হিসাবে প্রতিটি আগ্রহে চাকরি প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা নির্ধারিত পরিমাণ বয়সের ছাড় পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়াতে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ, প্রতিমাসে স্টাইপেন্ড ১৫ হাজার টাকা
নিয়োগ পদ্ধতি-
মোট তিনটি ধাপে অর্থাৎ প্রিলিমিনারি, মেইন্স এবং ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা বিচার করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
১) প্রিলিমিনারি পরীক্ষা: ইংরেজি- ৪০ নম্বর, অংক- ৩০ নম্বর এবং রিজিনিং- ৩০ নম্বর। প্রতিটি বিভাগের ক্ষেত্রে ২০ মিনিট করে সময় ধার্য থাকবে। অর্থাৎ মোট ১ ঘন্টা সময় ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
২) মেইন্স পরীক্ষা: মেন্স পরীক্ষার ক্ষেত্রে মোট তিন ঘন্টা সময়ে ২০০ নম্বরের অবজেক্টিভ টাইপ পরীক্ষা নেওয়া হবে। এবং পরবর্তী ৩০ মিনিটে ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে হবে চাকরি প্রার্থীদের।
৩) ইন্টারভিউ: প্রিলিমিনারি এবং মেন্স এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাক দেওয়া হবে। তিনটি পরীক্ষায় যথাযথভাবে উত্তীর্ণ প্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হবেন।
আরও পড়ুনঃ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য দুর্দান্ত স্কলারশিপের আবেদন শুরু হলো
আবেদন পদ্ধতি- অনলাইন মাধ্যমে SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উক্ত অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এর মাধ্যমে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে হবে চাকরিপ্রার্থীদের। এরপরে ‘Apply Online’ অপশনে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের সাথে সাথে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দিতে হবে এবং সবশেষে আবেদন মূল্য প্রদান করলে তবেই আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন চলবে ২৭ ডিসেম্বর, ২০২৪ থেকে ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত।