রেজাল্ট

SBI PO Result: প্রকাশ পেল এসবিআই পিও পরীক্ষার ফলাফল! রেজাল্ট দেখবেন কিভাবে? জেনে নিন

Advertisement

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর তরফে প্রকাশ পেল প্রবেশনারি অফিসার (PO) পদে নিয়োগের মেইনস পরীক্ষার ফলাফল। SBI PO মেইনস পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা (sbi.co.in) ওয়েবসাইটে গিয়ে ফলাফল চেক করতে পারবেন।

রেজাল্ট দেখবেন কিভাবে?

১) এসবিআই পিও মেইনস পরীক্ষার রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (sbi.co.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার কেরিয়ার বিভাগে যেতে হবে।
৩) এরপর ‘current opening’ সেকশন থেকে ‘সিলেক্ট রোল’ ট্যাবে ক্লিক করতে হবে।
৪) এবার ‘Recruitment of Probationary officer’ এ ক্লিক করতে হবে।
৫) এরপর SBI PO রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৬) এরপর ফলাফলটি স্ক্রিনে দেখতে পাবেন।
৭) রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ এয়ারপোর্ট ইন্ডিয়াতে সিকিউরিটি স্ক্রিনার নিয়োগ

join Telegram

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রবেশনারি অফিসার হিসেবে ১৬৭৩টি শূন্যপদে প্রার্থী নিয়োগ হবে। এসবিআইয়ের প্রবেশনারি অফিসার পদে নিয়োগের মেইনস পরীক্ষাটি আয়োজিত হয়েছিল ৩০ শে জানুয়ারি নাগাদ। সম্প্রতি প্রকাশ পেল ফলাফল। এরপর সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের।

ANM & GNM Book 2023

FB Join

Related Articles