এসবিআই (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার) তরফে প্রকাশ পেল এসও (স্পেশালিস্ট অফিসার) পদে নিয়োগের পরীক্ষার ফলাফল। এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট (sbi.co.in) -এ প্রকাশ করা হয়েছে ফলাফলটি। অতএব পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের জানানো হয়েছে, এসবিআই এর ওয়েবসাইটটি ফলো করতে হবে।
কিভাবে দেখবেন রেজাল্ট:-
১) এসবিআই এর এসও পরীক্ষাটির রেজাল্ট দেখতে হলে পরীক্ষার্থীদের প্রথমে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট (sbi.co.in) -এ যেতে হবে।
২) এরপর হোম পেজে স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগের লিঙ্কটিতে ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের।
৩) এরপরেই স্ক্রিনে পরীক্ষার রেজাল্টটি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ১০ টি গুরুত্বপূর্ণ চাকরি
সম্প্রতি এসবিআই এর তরফে নেওয়া হয় এসও(স্পেশালিস্ট অফিসার)পদে নিয়োগের পরীক্ষাটি। সেক্ষেত্রে ডেটা সায়েন্টিস্ট ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট ডেপুটি ম্যানেজার, ও সিস্টেম অফিসার পদে প্রার্থী নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু পরীক্ষার্থী। পরীক্ষাটি নেওয়া হয় গত ৮ ই অক্টোবর। এবং তার প্রভিশনাল ফল প্রকাশ পায় ৩০ শে নভেম্বর। এরপর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউতে ডাকে এসবিআই। এরপরই সমগ্র পরীক্ষাটির চূড়ান্ত রেজাল্টটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রসঙ্গত, এসবিআই এর এসও পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই পরীক্ষার নির্বাচিত প্রার্থীদের মোট ৭১৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।