আর মাত্র কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হবার আগেই পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে বেশ কিছু কড়া নিয়ম জারি করা হলো। এই বছর পশ্চিমবঙ্গ রাজ্যে বার্ষিক পদ্ধতিতে শেষবারের মতো আয়োজিত হতে চলেছে উচ্চমাধ্যমিক। মার্চ মাসের ৩ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে এই পরীক্ষা। তবে পরীক্ষা শুরু হওয়ার আগে বেশ কিছু বিধি নিষেধের ঘোষণা করল উচ্চ শিক্ষা সংসদ। এই নিয়ম না মানলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিরুদ্ধে।
বিদ্যালয় জীবনের শেষ পরীক্ষা হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরপর ছাত্র-ছাত্রীরা তাদের পেশাগত পড়াশোনার দিকে অগ্রসর হবেন। তাই স্বাভাবিকভাবেই এই পরীক্ষাটি ছাত্র-ছাত্রীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। পশ্চিমবঙ্গ রাজ্যে ২০২৫ সালের মার্চ মাসের ৩ তারিখ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার দিন গুলিতে সকাল ১০ টা থেকে শুরু করে ১:৩০ মিনিট পর্যন্ত সময়সীমার মধ্যে পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের। যদিও এই বিষয়ে বিশেষ কয়েকটি বিষয়ের পরীক্ষা সকাল ১০টার সময় শুরু হলেও শেষ হয়ে যাবে দুপুর ১২ টার মধ্যেই।
জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি দেওয়ার পূর্বে অবশ্যই ছাত্র-ছাত্রীদের বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে-
এবারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মতই উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকেও মোবাইল এবং ইলেকট্রনিক গেজেট সম্পর্কিত বেশ কয়েকটি বিধি নিষেধের কথা উল্লেখ করা হয়েছে। যেখানে সংসদের পক্ষ থেকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন বা ওই ধরনের ইলেকট্রনিক্স গেজেট পাওয়া গেলে তার সম্পূর্ণ পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এমনকি এই ঘটনা ধরা পড়লে বাতিল হবে পরীক্ষার্থীর সম্পূর্ণ অ্যাডমিট কার্ড। যার ফলে এই বছরের কোনো পরীক্ষাই দিতে পারবেন না সেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। অভিযুক্ত পরীক্ষার্থীকে আবার পরবর্তী বছরে নতুন ভাবে রেজিস্ট্রেশন করে তবেই পরীক্ষা দিতে হবে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রুটিন ২০২৫
এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে মোবাইল ফোন ছাড়াও ব্লুটুথ বা হেডফোন এর মত গেজেট নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। ছাত্রছাত্রীদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার আগে মেটাল ডিটেক্টর এর দ্বারা ভালোভাবে যাচাই করা হবে। বিজ্ঞান এবং বাণিজ্য শাখার ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় ক্যালকুলেটর নিয়ে যাওয়ায় সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হবে।
প্রসঙ্গত, বর্তমানে গোটা রাজ্য জুড়ে চলছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা চলাকালীন ইতিমধ্যেই স্মার্ট ফোন নিয়ে ধরা পড়ার জন্য মোট ১৬ জন পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হয়েছে। এই বছরের মত এই সমস্ত পরীক্ষার্থীরা আর পরীক্ষা দিতে পারবেন না। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণরূপে সতর্কভাবে পরীক্ষা দিতে যাওয়াই উচিত।