রাজ্যের সাব- ডিভিশনাল অফিসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ব্লক লেভেল ফ্যাসিলেটর (BLF) পদে। এই পদে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত। West Bengal Sub- Division Office Recruitment 2021.
পদের নাম- ব্লক লেভেল ফ্যাসিলেটর (BLF)
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা সঙ্গে মাইনোরিটি কালচার, মাদ্রাসা এবং Wakf matters সম্পর্কে দক্ষতা থাকতে হবে। সোশ্যাল সেক্টরে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১০,০০০ টাকা এবং অন্যান্য খরচ হিসেবে সর্বোচ্চ ৫০০০ টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ
আবেদন পদ্ধতি- অফলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থী সাদা কাগজে আবেদনটি টাইপ অথবা প্রিন্ট করে সাব ডিভিশনাল অফিসের ড্রপবক্সে নির্দিষ্ট তারিখের আগে যেকোনো কাজের দিন জমা দিতে হবে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।
নিয়োগের স্থান- প্রার্থী নিয়োগ করা হবে নদীয়া জেলার তেহট্ট- ২ ব্লকে। আবেদনকারীকে অবশ্যই ওই ব্লক এলাকার বাসিন্দা হতে হবে।
আবেদন করার শেষ তারিখ- ০৪/১০/২০২১ বিকেল ৫ টা পর্যন্ত।
আরও পড়ুনঃ এই ব্যবসা করে মাসে ৫০ হাজার রোজগার করুন
আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস লাগবে-
১) দু’কপি বর্তমান পাসপোর্ট সাইজ কালার ফটো,
২) সমস্ত শিক্ষাগত যোগ্যতা
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট ও মার্কশিট
৪) সেল্ফ অ্যাটেস্টেড করা দুটো স্ট্যাম্প এনভেলপ
Official Notice: Download Now
Appliction form: Download Now
Official Website: Click Here