শিক্ষার খবর

গরমের ছুটি কাটিয়ে পঠনপাঠন শুরু রাজ্যের স্কুলগুলিতে! কবে থেকে খুলবে স্কুল? জানিয়ে দিল পর্ষদ

Advertisement

এপ্রিলের হাঁসফাঁস গরমে এক সপ্তাহের ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরমের কারণে এগিয়ে আনা হয় গ্রীষ্মাবকাশ। গত ২ রা মে থেকে গরমের ছুটি শুরু হয়েছে রাজ্যে। ছুটি কবে থেকে শুরু তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলেও ছুটি কাটিয়ে স্কুল কবে খুলবে সে বিষয়ে প্রথমে কিছু জানায়নি স্কুল শিক্ষা দপ্তর। এদিকে দিন এগোলেও স্কুল খোলার বিষয়ে কোনো নির্দেশ না আসায় শিক্ষা দপ্তরকে চিঠি লেখে মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছিল, স্কুল কবে খুলবে তা দুই একদিনের মধ্যেই জানানো হবে। এবার জারি করা হল সেই সংক্রান্ত নির্দেশিকা। শেষ পর্যন্ত গরমের ছুটি কাটিয়ে পঠনপাঠন শুরু রাজ্যের স্কুলগুলিতে।

শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ৭ জুন থেকে প্রাথমিক স্কুল ও ৫ জুন থেকে সেকেন্ডারি স্কুলগুলি চালু হবে। গরমের ছুটি কাটিয়ে স্কুলে স্কুলে শুরু হবে পঠনপাঠন। শিক্ষা দপ্তরের নির্দেশিকার পর মধ্যশিক্ষা পর্ষদের তরফেও বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে চিঠি। স্কুলের তরফে প্রত্যেক ছাত্রছাত্রীদের স্কুল খোলার বিষয়ে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ শিক্ষাক্ষেত্রে ‘ইউনিক আইডি কার্ড’ আনতে চলেছে কেন্দ্র

গরমের ছুটি কবে অবধি চলবে তা নিয়ে এতদিন দোটানায় ছিল পড়ুয়ারা। এছাড়া এতগুলো দিন স্কুল বন্ধ থাকায় পঠনপাঠনে যে ক্ষতি হয়েছে তা নিয়ে চিন্তিত অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারাও। তবে এবার শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা মেলায় স্কুল খোলার তাগিদ রাজ্য জুড়ে।

গরমের ছুটি কাটিয়ে পঠনপাঠন শুরু রাজ্যের স্কুলগুলিতে

Related Articles