চাকরির খবর

বাদ পড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! মামলা সরলো অন্য এজলাসে

Advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডের পর্দাফাঁস হচ্ছিল ক্রমশ। সামনে আসছিল হেভিওয়েট ব্যক্তিত্বদের নাম। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবারের জন্য নাম এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে দ্রুত জেরা করা উচিত সিবিআইয়ের। তবে এবার ঘটনার মোড় ঘুরলো অন্য দিকে। শীর্ষ আদালতের নির্দেশে মামলা থেকে বাদ পড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বিচারপতির মন্তব্যের পরেই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। গত ১৩ই এপ্রিল এই সংক্রান্ত মামলা হয় সুপ্রিম কোর্টে। এদিন ছিল মামলার শুনানি। তাৎপর্যপূর্ণভাবে এদিন এক সংবাদমাধ্যমে দেওয়া বিচারপতির সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে। সাক্ষাৎকারের চার পাতার তর্জমা আদালতে পেশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানান, ‘যে বিষয়ে মামলা শুনছেন সে বিষয়ে সাক্ষাৎকার দিতে পারেন না বিচারপতি।’

আরও পড়ুনঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এবার ‘জনপ্রতিনিধিরা’

সূত্রের খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সাক্ষাৎকারের তর্জমার সত্যতা বিচারের নির্দেশ দেয় শীর্ষ আদালত। শুধুমাত্র অভিষেক ব্যানার্জী বনাম সৌমেন নন্দীর মামলা বিচারপতি গাঙ্গুলীর এজলাস থেকে সরানো হয়েছে। প্রসঙ্গত অন্যান্য নিয়োগ দুর্নীতির মামলা বিচারপতি গাঙ্গুলীর এজলসেই থাকছে।

বাদ পড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Related Articles