পশ্চিমবঙ্গের উপাচার্যদের বেতন বন্ধের নির্দেশ দিল শীর্ষ আদালত। পুজোর আগে সুপ্রিম কোর্টের এহেন সিদ্ধান্তে চিন্তার মুখে উপাচার্যরা। এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, এই উপাচার্যরা কোনোও সরকারি সুযোগ সুবিধা পাবেন না। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের কোনোও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অধিকার পাবেন না তাঁরা।
এদিন আদালতে ছিল অস্থায়ী উপাচার্যের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি। সেই শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, রাজ্যপাল সি ভি আনন্দ বোস আর কোনও অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না। এর আগে তিনি যে অস্থায়ী উপাচার্যদের নিয়োগ করেছিলেন, তাঁরা সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হওয়া এগারোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্য এহেন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুনঃ ডিসেম্বরের টেট নিয়ে বড় সিদ্ধান্ত জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ
প্রসঙ্গত, এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের অধিকার রাজ্য সরকারের রয়েছে। তারপরেই ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিকে, রাজ্যপালের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলার শুনানিতে এবার কড়া নির্দেশ দিল শীর্ষ আদালত। এর পাশাপাশি, রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগে রাজ্য সরকারের কিসের আপত্তি তাও জানাতে বলা হয়েছে। এছাড়া, উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি নিয়োগের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে বিশেষ আমল দেয়নি শীর্ষ আদালত।