অন্যান্য খবর

পুজোর পরেই আসছে ডিএ বৃদ্ধির সুখবর! মহার্ঘ ভাতা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিল আদালত

অবশেষে দীর্ঘদিন ঝুলে থাকা ডিএ মামলার রায় দানের ইঙ্গিত দিল শীর্ষ আদালত। সরকারি কর্মীদের মুখে হাসি ফুটবে খুব তাড়াতড়ি। মামলার রায় যে তাঁদের পক্ষেই যাবে এ নিয়ে আশাবাদী সরকারি কর্মীরা।

Advertisement

পশ্চিমবঙ্গের ডিএ (DA) ইস্যু অব্যাহত। লাগাতার চলছে বিক্ষোভ, ধর্ণা, আন্দোলন। বকেয়া ডিএ এবং ডিএ বৃদ্ধির দাবিতে একজোট হয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু এখনও পর্যন্ত কোনোও আশার আলো না দেখায় ক্রমাগত হতাশা গ্রাস করছে তাঁদের। আদৌ কী মিলবে সুখবর? সত্যিই কী ডিএ বাড়াবে রাজ্য সরকার? উঠছে প্রশ্ন। এছাড়া, সুপ্রিম কোর্টের দরজায় থমকে থাকা ডিএ মামলা সরকারি কর্মীদের হতাশা বহুগুণ বাড়াচ্ছে।

মহার্ঘ ভাতার দাবিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে সরকারি কর্মীদের লড়াই আজ নতুন নয়। দিন গড়ালেও কবে আসবে সুখবর, তা নিয়ে ধন্দে জড়িয়েছেন কর্মীরা। ডিএ দাবিতে আইনি লড়াইতে সরকারি কর্মীদের যে সমস্ত সংগঠন রয়েছে, তার মধ্যে থাকা সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীলের বক্তব্য, সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তীর শুনানির তারিখ স্পষ্ট না হলেও এটুকু জানা যাচ্ছে যে নভেম্বরে এই মামলাটি উঠবে শীর্ষ আদালতে। উৎসবের ছুটির কথা মাথায় রেখে ধারণা করা যাচ্ছে, অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতে মামলাটির বিচার হবে আদালতে। এ প্রসঙ্গে সরকারি কর্মীরা আশাবাদী যে, ডিএ মামলার রায় আসবে তাঁদের দিকেই। তাই শুনানির তারিখের দিকে চেয়ে আশায় বুক বেঁধেছেন তাঁরা।

আরও পড়ুনঃ চার সপ্তাহের মধ্যেই দিতে হবে মহার্ঘ ভাতা

সরকারি কর্মীদের দৃঢ় বিশ্বাস বলছে মামলার রায় আসবে তাঁদের পক্ষে। তারপরেই আদালতের নির্দেশে ডিএ বাড়াবে রাজ্য সরকার। আর এমনটা হলে পুজোর পরই মহার্ঘ ভাতা বাড়বে সরকারি কর্মীদের। কয়েক শতাংশ ডিএ বাড়লে বেতন বাড়বে ও কাঙ্ক্ষিত খুশি লাভ করবেন কর্মীরা। তবে এই ঘোষণা শুনতে হলে আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের। সে কথা চিন্তা করে অপেক্ষায় রয়েছেন রাজ্যের সরকারি কর্মীবৃন্দ।

আসছে ডিএ বৃদ্ধির সুখবর

Related Articles