আর কিছুদিনের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট। ফলপ্রকাশের পর নিজেদের পছন্দের কোর্সে ভর্তি হবেন পড়ুয়ারা। রাজ্যের এই মেধাবি অথচ আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের জন্য মাধ্যমিক পাশে স্কলারশিপ পাওয়ার সুবিধা রয়েছে। আগামী দিনের পড়াশোনায় পড়ুয়াদের যাতে কোনো সমস্যা না হয়, সেকথা চিন্তা করে এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এই স্কলারশিপটির নাম বিকাশ ভবন স্কলারশিপ।
আবেদন যোগ্যতা:
বিকাশ ভবন স্কলারশিপে আবেদন জানাতে হলে পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়া আবেদনকারী পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে। এছাড়া বিকাশ ভবন স্কলারশিপে আবেদন করা প্রার্থীরা অন্য কোনো সরকারি স্কলারশিপে আবেদন জানাতে পারবেন না।
আরও পড়ুনঃ নবান্ন স্কলারশিপ ২০২৩
আবেদন পদ্ধতি:
১) বিকাশ ভবন স্কলারশিপে আবেদন জানাতে হলে পড়ুয়াদের প্রথমে (www.svmcm.wbhed.gov.in)
ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার জন্য আবেদনকারী প্রার্থীর বর্তমান কোর্সের উপর ভিত্তি করে ‘Directorate’
নির্বাচন করতে হবে।
৩) ‘Directorate’ নির্বাচন করার পর নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর সহ তথ্যগুলি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৪) এরপর একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন পড়ুয়ারা, যা দিয়ে লগ ইন করে আবেদন প্রক্রিয়াটি
সম্পন্ন করতে হবে।
৫) আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে জমা দেবেন পড়ুয়ারা। ‘অ্যাপ্লিকেশন আইডি’ টি দিয়ে স্কলারশিপের স্থিতি জানতে পারবেন।
আরও পড়ুনঃ ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৩
প্রয়োজনীয় ডকুমেন্টস:
বিকাশ ভবন স্কলারশিপে আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি হলো: জন্মের শংসাপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড) শেষ পরীক্ষার মার্কশিট (মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বা স্নাতক ইত্যাদি) শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র আবেদনকারীর আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড ব্যাংকের পাসবুক, নতুন কোর্সে ভর্তির রশিদ।
বিকাশ ভবন স্কলারশিপে কত টাকা মেলে?
মাধ্যমিক পাশে বিকাশ ভবন স্কলারশিপের জন্য আবেদন জানালে প্রতিমাসে ১০০০ টাকা করে পেতে পারেন পড়ুয়ারা। তবে শিক্ষাগত যোগ্যতার নিরিখে এই স্কলারশিপের টাকার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
যে সকল পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাঁরা ওয়েবসাইট মারফত এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
Apply Now: Click Here