স্কলারশিপ 2024

SVMCM Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শেষ তারিখ বাড়ানো হল

খুশির খবর রাজ্যের শিক্ষার্থীদের জন্য। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের তারিখ বাড়িয়ে দিল সরকার। আবেদনের শেষ তারিখ জেনে নিন।

Advertisement

রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর। যে সকল পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ও ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন জানাতে চাইছিলেন অথচ এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা করতে পারেননি তাঁদের সকলের জন্য এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নয়া সিদ্ধান্ত অনুসারে দুই স্কলারশিপের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আবেদন জানানোর জন্য আরও বেশ কিছু দিন সময় পেলেন সকলে। কবে পর্যন্ত জমা করা যাবে স্কলারশিপের অ্যাপ্লিকেশন? বিস্তারিত জানতে পড়ে নিন আজকের এই প্রতিবেদনটি।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট কবে?

পশ্চিমবঙ্গে প্রচলিত গুরুত্বপূর্ণ বৃত্তি SVMCM বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। প্রতি বছর হাজার হাজার পড়ুয়া এই স্কলারশিপে আবেদন জানান। মেধার ভিত্তিতে তাঁদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠায় বিকাশ ভবন। এই স্কলারশিপে আবেদন জানাতে হলে ১) পড়ুয়াদের পূর্ববর্তী পরীক্ষায় ৬০% নম্বর থাকতে হবে। ২) পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। ৩) পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ও ৪) অন্য কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপে উক্ত পড়ুয়া আবেদন জানাতে পারবেন না। সম্প্রতি উচ্চশিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখনই শেষ হয়ে যাচ্ছে না। বদলে আগামী ৩১শে মার্চ পর্যন্ত এই বৃত্তির জন্য অ্যাপ্লিকেশন জমা করা যাবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শেষ তারিখ

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট কবে?

রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য প্রচলিত স্কলারশিপ স্কিম হল ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপের আবেদনকারীর ১) পূর্ববর্তী পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। ২) পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে। ৩) আবেদনকারীকে সংখ্যালঘু শ্রেণীর অন্তর্গত হতে হবে ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সম্প্রতি নতুন একটি নোটিফিকেশনে জানা যাচ্ছে, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ঐক্যশ্রী স্কলারশিপের লাস্ট ডেটও ৩১ মার্চ করা হয়েছে। অতএব সকল ছাত্রছাত্রীরা হাতে আরও বেশ কিছুদিন সময় পাচ্ছেন আবেদন জানানোর জন্য।

আরও পড়ুনঃ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিস্তারিত আবেদন পদ্ধতি

প্রসঙ্গত, উল্লিখিত দুটি স্কলারশিপ রাজ্যের মেধাবি অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে চালু করা হয়েছে। আর্থিক কারণে তাঁদের পড়াশোনায় যাতে বাধা না আসে, তাই লক্ষ্য রাজ্য সরকারের। ছাত্রছাত্রীদের অনুরোধ, আবেদন জানানোর আগে অবশ্যই সমস্ত নিয়মকানুন পড়ে নেবেন। এছাড়া, বিস্তারিত জানতে ভিজিট করবেন সংশ্লিষ্ট স্কলারশিপের ওয়েবসাইটে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শেষ তারিখ

Related Articles