স্কলারশিপ 2024

মাধ্যমিক পাশে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করুন! জেনে নিন আবেদন পদ্ধতি

Advertisement

সদ্য প্রকাশ পেয়েছে মাধ্যমিকের রেজাল্ট। এরপর নিজেদের লক্ষ্য নির্বাচন করে উচ্চশিক্ষার পথে এগোবেন পড়ুয়ারা। আর এই পথে পড়ুয়াদের সাহায্য করার জন্য সরকারি ও বেসরকারি তরফে বেশ কিছু স্কলারশিপের বন্দোবস্ত করা হয়েছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্কলারশিপ হলো ‘স্বামী বিবেকানন্দ স্কলারশিপ’ বা ‘মেরিট কাম মিনস’ স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন জানানোর পদ্ধতি-সহ খুঁটিনাটি বিষয়গুলি এই প্রতিবেদনে তুলে ধরা হল।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে কি যোগ্যতা লাগবে?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন জানানোর জন্য পড়ুয়াদের ৬০ শতাংশ বা তার বেশি নম্বর নিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া, পড়ুয়ার পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর, এই স্কলারশিপে আবেদন করা পড়ুয়ারা অন্য কোনো সরকারি ও বেসরকারি তরফের স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন না।

আরও পড়ুনঃ সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৩

কীভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবো?

১) এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য পড়ুয়াদের স্কলারশিপের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

২) আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে।

৩) প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে।

৪) অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে লগ ইন আইডি দিয়ে স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগে?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন জানানোর জন্য মুলত যে যে ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে সেগুলি হল- ১) জন্ম প্রমাণপত্র ২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ৩) মাধ্যমিকের রেজাল্ট ৪) পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র ৫) আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড, ৬) ব্যাঙ্কের পাসবুক ও ৭) নতুন কোর্সে ভর্তির রসিদ।

আরও পড়ুনঃ নবান্ন স্কলারশিপ 2023

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?

এই স্কলারশিপে যোগ্যতা অনুযায়ী বার্ষিক ১২,০০০ টাকা করে পেতে পারেন। আবার এই অর্থের পরিমাণ বাড়তেও পারে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে

প্রসঙ্গত, অনেক সময় স্কলারশিপের নিয়মে পরিবর্তন করা হয়। তাই আবেদন জানানোর আগে যাবতীয় নিয়মাবলী ভালো করে পড়ে নেবেন।

Official Website: Apply Now

Related Articles