কিছু বছর আগে কর্ণাটকের ক্লাসরুমে হিজাব পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। হাইকোর্টও সেই নির্দেশিকা বজায় রাখে। সে সময় পড়াশোনা ও ধর্মীয় বিশ্বাসের মাঝে প্রশ্নচিহ্নের সামনে পড়েছিলেন তাবাসুম। সেদিন দৃঢ় মনে স্থির করে নিয়েছিলেন নিজের সিদ্ধান্ত। হিজাবের পরিবর্তে বেছে নেন পড়াশোনা কে। হিজাব ছাড়াই ক্লাসে যাবেন বলে ঠিক করেন তাবাসুম। তাঁর এই সিদ্ধান্তের ফলাফল মিললো ঈদের আগেই। শুক্রবার কর্ণাটক বোর্ডের প্রি ইউনিভার্সিটি কলেজ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আর সেখানে ৫৯৩ নম্বর পেয়ে কলা বিভাগে গোটা রাজ্যে প্রথম হয়েছেন তাবাসুম শেখ।
আঠেরো বছরের তাবাসুম শেখ একটি বেসরকারি প্রি ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করতেন। কর্ণাটক বোর্ডের প্রি ইউনিভার্সিটি কলেজ পরীক্ষা (PUC) তে মোট ৬০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৫৯৩ নম্বর। যার মধ্যে হিন্দি, মনোবিজ্ঞান (সাইকোলজি), এবং সমাজতত্ত্ব (সোশিয়োলজি) তে পেয়েছেন পুরো ১০০ শতাংশ নম্বর। নিজের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাবাসুম। তিনি বলেন, ‘কেরিয়ারে সাফল্য অর্জনের জন্য কিছু বিষয় তো ছাড়তেই হবে। আর তাই হিজাব না পরেই ক্লাস করার পথে হেঁটেছিলাম।’
আরও পড়ুনঃ ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ
রিপোর্ট বলছে, ফলাফল প্রকাশিত হলে হিজাব পরেই কলেজের অধ্যক্ষর সঙ্গে দেখা করতে যান তাবাসুম। তবে তা নিয়ে কেউ আপত্তি জানায়নি। তাবাসুমের সাফল্যে অত্যন্ত খুশি তাঁর পরিবার ও পরিজনেরা। তাবাসুমের যে কোন সিদ্ধান্তে তাঁর পাশে ছিলেন তাঁর মা, বাবা। নিজের লক্ষ্যে অবিচল তাবাসুম। তাঁর এই নজরকাড়া সাফল্য ঈদের রোশনাই আনলো ঘরে।