রাজ্যে কলেজে গ্রুপ-সি ও গ্রূপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, নির্বাচন পদ্ধতি সম্পর্কে নিম্নে বিশদে আলোচনা করা হলো। West Bengal College Clerk & Group- D Recruitment 2022.
পদের নাম- এল.ডি ক্লার্ক (গ্রুপ- সি)
মোট শূন্যপদ- 3 টি (UR-1/ SC-1/ ST-1)
শিক্ষাগত যোগ্যতা- এল.ডি ক্লার্ক পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ। সঙ্গে কম্পিউটারে কোর্স করে থাকতে হবে। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।
পদের নাম- ল্যাবরেটরি এটেনডেন্ট (জিওগ্রাফি)।
মোট শূন্যপদ- 1 টি (SC)
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।
পদের নাম- ল্যাবরেটরি এটেনডেন্ট (জুওলজি)।
মোট শূন্যপদ- 1 টি (SC)
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।
পদের নাম- পিয়ন।
মোট শূন্যপদ- 2 টি (SC- 1, UR- 1)
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।
পদের নাম- লাইব্রেরিয়ান পিয়ন।
মোট শূন্যপদ- 1 টি (SC)
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।
পদের নাম- লেডি এটেনডেন্ট।
মোট শূন্যপদ- 1 টি (UR)
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।
পদের নাম- কর্ম বন্ধু (গ্রুপ-ডি)
মোট শূন্যপদ- 2 টি (UR)
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।
বয়স- উপরোক্ত প্রতিটি পদগুলির ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন:
গ্রুপ সি- ২২,৭০০ থেকে ৫৮,৫০০ পর্যন্ত প্রতি মাসে টাকা দেওয়া হবে।
গ্রুপ ডি- ১৭,০০০ থেকে ৪৩,৬৯৯ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতনদেওয়া হবে।
আর কর্মবন্ধু ক্ষেত্রে ৩,০০০ টাকা প্রতি মাসে।
আবেদন পদ্ধতি- গ্রুপ- ডি পদের ক্ষেত্রে নিদৃষ্ট ভাবে আবেদন করতে হবে না। নিজস্ব বায়ো ডাটা এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউয়ের দিন সরাসরি স্কুলে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ এর তারিখ ১০/৩/২০২২ বৃহস্পতিবার।
তবে গ্রুপ- সি এর ক্ষেত্রে নিম্নের আবেদনপত্র পত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রসংরক্ষণ করে স্পিড পোস্ট এর মাধ্যমে ১১/৩/২০২২ মধ্যে পাঠাতে হবে।
নির্বাচন পদ্ধতি- গ্রুপ- সি এবং কর্মবন্ধুর ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। কিন্তু গ্রুপ- ডি পদের ক্ষেত্রে ১৫০ নাম্বার একটি লিখিত পরীক্ষার এবং ইন্টারভিউ মধ্য দিয়ে তাদের নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ
WBCS 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতি
মাধ্যমিক পাশে রেশম বন্ধু পদে নিয়োগ
বন দপ্তরে গ্রূপ-সি কর্মী নিয়োগ
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here