অন্যান্য খবর

Taruner Swapno Scheme 2024: একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ট্যাব, মোবাইল কেনার টাকা কবে দেওয়া হবে?

রাজ্য সরকারের পক্ষ থেকে ২০২০ সালের শুরু করা হয়েছিল তরুণের স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পের অধীনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অনলাইন পড়াশোনার জন্য মোবাইল অথবা ট্যাব কেনার টাকা দেওয়া হয়। চলতি বছরে কবে ছাত্র-ছাত্রীরা এই টাকা পাবে সেই বিষয়ে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

Taruner Swapno Scheme 2024: ইতিপূর্বের রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ই সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়া নিয়ে স্থগিতাদেশ জারি করা হয়েছিল। তবে পরবর্তী ক্ষেত্রে কবে এই টাকা দেওয়া হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। ২০২৪ – ২৫ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীরা কবে এই প্রকল্পের টাকা নিজেদের একাউন্টে পাবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেব আজকের প্রতিবেদন থেকে।

তরুণের স্বপ্ন প্রকল্প ২০২৪ Latest Update

বেশকিছু প্রথম সারির সংবাদ মাধ্যম সূত্রে বলা হয়েছিল ২৬ সেপ্টেম্বর যেহেতু পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন সেই কারণে উক্ত দিনে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে শিক্ষা দপ্তর। সেক্ষেত্রে প্রথমে দ্বাদশ এবং পরে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে। কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত ২০২৪ – ২৫ শিক্ষাবর্ষের কোনো ছাত্র-ছাত্রীর একাউন্টে এই প্রকল্পের টাকা আসেনি।

যেহেতু এই বছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের একই সঙ্গে টাকা দেওয়া হবে তাই প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে ৯০০ কোটি টাকা করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত একাউন্টে টাকা না আসায় দুশ্চিন্তায় পড়েছেন ছাত্র-ছাত্রীরা। প্রসঙ্গত ২০২২ সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল ১৪ নভেম্বর শিশু দিবসের দিন। ২০২৩ সালের এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন।

শিক্ষা সংক্রান্ত সব আপডেট পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- 

Taruner Swapno Scheme 2024

চাকরির খবরঃ ৩০ সেপ্টেম্বর রাজ্যে আয়োজিত হচ্ছে জব ফেয়ার

তরুণের স্বপ্ন প্রকল্প ২০২৪ -এর টাকা কবে পাওয়া যাবে?

২৬ সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগে এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে আসলেও কোনো ছাত্র-ছাত্রীর একাউন্টে টাকা আসেনি। কাজেই এটা পরিষ্কার যে ২৬ সেপ্টেম্বর তারিখে এই প্রকল্পের কোনও টাকা দেওয়া হচ্ছে না। তবে অনুমান করা হচ্ছে যদি পুজোর আগে টাকা দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি সেই তারিখ ঘোষণা করবে শিক্ষা দপ্তর।

অন্যদিকে যদি ১ বছর আগের মত ১৪ নভেম্বর এই প্রকল্পের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে হাতে এখনও অনেকটাই সময় রয়েছে। বর্তমানে যেহেতু রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সে কারণেই হয়ত তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিতে দেরি করছে সরকার। কারণ হিসেবে অনুমান করা হচ্ছে এই প্রকল্পের টাকা একাউন্টে পাওয়ার পর মোবাইল অথবা ট্যাব কেনার বিল নিজ নিজ স্কুলে জমা করতে হয় ছাত্র-ছাত্রীদের। বর্তমান বন্যা পরিস্থিতির কারণেই রাজ্যের বিভিন্ন জেলায় জনজীবন ব্যাহত। বন্ধ আছে জেলার বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল। সেক্ষেত্রে টাকা পেমেন্টের পর অনেক ছাত্র-ছাত্রী মোবাইল বা ট্যাব এই মুহূর্তে কিনতে পারবে না বা কিনলেও কেনার বিল জমা করতে পারবে না। তাই রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে না বলেই অনুমান করা হচ্ছে।

Taruner Swapno Scheme 2024

Related Articles